Advertisement

Kinetic DX EV: চাবি নয়, পাসওয়ার্ডে চালু হবে, নতুন অবতারে লঞ্চ হল সেই কাইনেটিক DX EV স্কুটার

প্রায় চার দশক পরে ভারতীয় রাস্তায় আবারও ফিরল এক সময়ের জনপ্রিয় স্কুটার কাইনেটিক DX। আশি-নব্বইয়ের দশকে রাজত্ব করা এই স্কুটারকে আধুনিক রূপে নিয়ে এসে নতুন প্রাণ দিল কাইনেটিক গ্রুপের ইলেকট্রিক ভেহিকল ডিভিশন, Kinetic Watts & Volts Ltd. আজ আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে লঞ্চ হল নতুন Kinetic DX EV, যা সম্পূর্ণ বৈদ্যুতিক, স্মার্ট ও পরিবেশবান্ধব।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 28 Jul 2025,
  • अपडेटेड 2:31 PM IST
  • প্রায় চার দশক পরে ভারতীয় রাস্তায় আবারও ফিরল এক সময়ের জনপ্রিয় স্কুটার কাইনেটিক DX।
  • আশি-নব্বইয়ের দশকে রাজত্ব করা এই স্কুটারকে আধুনিক রূপে নিয়ে এসে নতুন প্রাণ দিল কাইনেটিক গ্রুপের ইলেকট্রিক ভেহিকল ডিভিশন, Kinetic Watts & Volts Ltd.

Kinetic DX Electric Scooter Price & Features: প্রায় চার দশক পরে ভারতীয় রাস্তায় আবারও ফিরল এক সময়ের জনপ্রিয় স্কুটার কাইনেটিক DX। আশি-নব্বইয়ের দশকে রাজত্ব করা এই স্কুটারকে আধুনিক রূপে নিয়ে এসে নতুন প্রাণ দিল কাইনেটিক গ্রুপের ইলেকট্রিক ভেহিকল ডিভিশন, Kinetic Watts & Volts Ltd. আজ আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে লঞ্চ হল নতুন Kinetic DX EV, যা সম্পূর্ণ বৈদ্যুতিক, স্মার্ট ও পরিবেশবান্ধব।

দুটি ভেরিয়েন্ট, প্রতিযোগিতামূলক দাম
এই ইলেকট্রিক স্কুটার দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে—
DX: ১,১১,৪৯৯
DX+: ১,১৭,৪৯৯
(দাম এক্স-শোরুম অনুযায়ী)

ক্লাসিক লুকে আধুনিক ছোঁয়া
নতুন DX EV-এর ডিজাইন পুরনো Kinetic Honda DX থেকে অনুপ্রাণিত। যদিও এবার এটি আরও বেশি আধুনিক, আকর্ষণীয় এবং স্টাইলিশ। স্কুটারটিতে রয়েছে Kinetic লোগো শেপের LED হেডলাইট ও DRL। এটি বাজারে পাওয়া যাবে ৫টি রঙে— লাল, নীল, সাদা, কালো ও রূপালী।

দুর্দান্ত পারফরম্যান্স ও প্রযুক্তি
৪.৮ কিলোওয়াট ঘন্টা মোটর। সর্বোচ্চ গতি: ৯০ কিমি/ঘণ্টা। তিনটি রাইডিং মোড: রেঞ্জ, পাওয়ার ও টার্বো। ৮.৮ ইঞ্চির ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যা স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করা যায়। কল, বার্তা, গান ও নেভিগেশন সুবিধা
।দীর্ঘ রেঞ্জ ও দ্রুত চার্জিং। ২.৬ কিলোওয়াট-ঘণ্টা LFP ব্যাটারি। সর্বোচ্চ রেঞ্জ: ১১৬ কিমি। চার্জিং সময়: ৫০%: ২ ঘণ্টা। ৮০%: ৩ ঘণ্টা। সম্পূর্ণ: ৪ ঘণ্টা। পোর্টেবল চার্জিং কিট এবং সাধারণ ১৬A ঘরোয়া সকেটে চার্জিং সুবিধা

নিরাপত্তা ও স্মার্ট ফিচার
চাবির বদলে পাসওয়ার্ড সুরক্ষা। স্কুটার চালু ও বন্ধ করতে স্মার্ট পাসওয়ার্ড। চুরি প্রতিরোধী অ্যালার্ম ও অনুপ্রবেশ সতর্কতা। Kinetic Assist বোতামে ক্লিক করেই সরাসরি সার্ভিস সেন্টারে কল

 বড় স্টোরেজ ও অতিরিক্ত সুবিধা
৩৭ লিটার আন্ডার সিট স্টোরেজ। স্মার্টফোন চার্জের জন্য USB Type-C পোর্ট। সম্পূর্ণ মেটাল বডি ও ৭০৪ মিমি দীর্ঘ সিট
ব্যাটারিতে ৯ বছরের ওয়ারেন্টি। স্ট্যান্ডার্ড: ৩ বছর বা ৩০,০০০ কিমি

বুকিং শুরু
কোম্পানি জানিয়েছে, Kinetic DX EV-এর অফিসিয়াল বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। স্কুটারটি দেশের বিভিন্ন শহরে ধাপে ধাপে পৌঁছাবে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement