Advertisement

Deepika Padukone Meta AI: WhatsApp-এ দীপিকা পাডুকোনের সঙ্গে চ্যাট করতে চান? জেনে নিন

ভারতীয়দের সঙ্গে আরও জোরাল সম্পর্ক তৈরির চেষ্টা করছে Meta। সেই কারণে এ বার তারা Meta AI-এ নতুন এক ফিচার আনছে। জানলে অবাক হয়ে যাবেন Meta AI-এ শোনা যাবে দীপিকা পাডুকোনের কণ্ঠস্বর। আর এই বিষয়টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে ঘোষণা করেছেন খোদ অভিনেত্রী। 

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 16 Oct 2025,
  • अपडेटेड 3:17 PM IST
  • ভারতীয়দের সঙ্গে আরও জোরাল সম্পর্ক তৈরির চেষ্টা করছে Meta
  • এ বার তারা Meta AI-এ নতুন এক ফিচার আনছে
  • Meta AI-এ শোনা যাবে দীপিকা পাডুকোনের কণ্ঠস্বর

আপনি- আজ কেমন গেল দিন দীপিকা?
দীপিকা- আমার খুব ভালো গেছে। তোমার কেমন কাটল...

হ্যাঁ ঠিকই পড়ছেন। এ বার থেকে আপনার প্রশ্নের উত্তর দেবেন দীপিকা পাডুকোন। তার সঙ্গে করা যাবে চ্যাট। আর এমনই ফিচার আনল Meta AI।

আসলে ভারতীয়দের সঙ্গে আরও জোরাল সম্পর্ক তৈরির চেষ্টা করছে Meta। সেই কারণে এ বার তারা Meta AI-এ নতুন এক ফিচার আনছে। জানলে অবাক হয়ে যাবেন Meta AI-এ শোনা যাবে দীপিকা পাডুকোনের কণ্ঠস্বর। আর এই বিষয়টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে ঘোষণা করেছেন খোদ অভিনেত্রী। 

এখানেই শেষ নয়, Meta AI Glasses-এও বড় বদল আনছে মেটা। আগামীতে এই গ্যাজেট ব্যবহারকারীরা হিন্দি ভাষায় এটি ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এর মাধ্যমে করা যাবে UPI পেমেন্ট। 

দীপিকা পোস্ট করে জানান
এই বিষয়টি নিয়ে পোস্ট করেন অভিনেত্রী। তিনি জানান, এখন থেকে তিনি মেটা এআই-এর সঙ্গী। তাঁর গলার স্বর এখন চ্যাটের সময় ব্যবহার করা যাবে। তবে আপাতত কোনও ভারতীয় ভাষায় নয়, বরং ইংরেজিতেই তাঁর সঙ্গে চ্যাট করা যাবে বলে মনে করা হচ্ছে। আর এটি ব্যবহার করা যাবে আমেরিকা, অস্ট্রেলিয়া এবং অন্যান্য একাধিক দেশ থেকে। দীপিকা সকলকেই এটা ব্যবহার করে দেখতে বলেন। 

ফেসবুকে প্যারেন্ট সংস্থা মেটা এআই
অনেকেই জানেন না যে ফেসবুকের প্যারেন্ট সংস্থা হল মেটা এআই। আর বর্তমানে Whatsapp-এও পাওয়া যায় মেটা এআই ব্যবহারের সুযোগ। এছাড়া মেটা এআই-এর অ্যাপও রয়েছে। এই অ্যাপ রয়েছে প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে। 

কীভাবে কথা বলবেন মেটা এআই-তে?
মেটা এআই ব্যবহার করা যায় Instagram, WhatsApp বা Facebook-এ। এর সঙ্গে আপনি একজন বন্ধুর মতো করেই চ্যাট করতে পারবেন। চ্যাট স্টার্ট করার জন্য চ্যাট বক্সে টাইপ করুন @MetaAI or Meta AI। তাহলেই শুরু করা যাবে চ্যাট।

 

  • এ ছাড়া যে কোনও মেটা প্ল্যাটফর্মে যান
  • সেখানে মেটাএআই আইকনে ক্লিক করুন
  • তার পর প্রশ্ন করুন মেটা এআইকে
  • মেটা আপনার প্রশ্নের উত্তর দ্রুত দিয়ে দেবে

মেটা কাজ করছে হিন্দি নিয়ে

যতদূর খবর, ইতিমধ্যেই হিন্দি ভাষা নিয়ে কাজ শুরু করেছে মেটা। মেটা এআই গ্লাস হিন্দি ভাষায় ব্যবহার করা যাবে বলেই খবর। শুধু তাই নয়, এতে মিলবে UPI পেমেন্টের সুবিধা। যার ফলে আগামিদিনে এই গ্লাস ব্যবহারের অভিজ্ঞতাই বদলে যাবে। তাই মেটা গ্লাস নিয়ে উত্তেজনা তুঙ্গে।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement