Advertisement

Muse Ring One: ফোন লাগবে না, আংটি দিয়েই করা যাবে পেমেন্ট! আর কী কী ফিচার?

এই রিংটির নাম Ring One। এটি Muse Wallet এবং NCPI-এর Rupay নেটওয়ার্ক মিলে তৈরি করা হয়েছে। এর ফলে যে কোনও NFC-enabled POS-এ রিংটা টাচ করলেই অনায়াসে করা যাবে পেমেন্ট। ফোনের দরকার পড়বে না।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Oct 2025,
  • अपडेटेड 5:05 PM IST
  • তবে এতদিন ইপিআই পেমেন্ট করার জন্য প্রয়োজন হতো স্মার্টফোনের
  • NFC-enabled POS-এ রিংটা টাচ করলেই অনায়াসে করা যাবে পেমেন্ট
  • এই রিংটির নাম Ring One

আমাদের মধ্যে অনেকের হাতেই এখন নগদ টাকা থাকে না। বরং তাঁরা ভরসা রাখেন UPI পেমেন্টের উপর। তবে এতদিন ইপিআই পেমেন্ট করার জন্য প্রয়োজন হতো স্মার্টফোনের। যদিও সেই সমস্যা এ বার দূর হতে চলেছে। এখন থেকে আপনি চাইলে একটা আংটির মাধ্যমেই করে ফেলতে পারবেন পেমেন্ট। 

আসলে ভারতীয় এক সংস্থা এমন আংটি তৈরি করেছে যার মাধ্যমে অনায়াসে করা যাবে পেমেন্ট। এই রিংটির নাম Ring One। এটি Muse Wallet এবং NCPI-এর Rupay নেটওয়ার্ক মিলে তৈরি করেছে। এর ফলে যে কোনও NFC-enabled POS-এ রিংটা টাচ করলেই অনায়াসে করা যাবে পেমেন্ট। ফোনের দরকার পড়বে না।

ডিজিটাল পেমেন্টে গতি আনার জন্য এই উদ্যোগ
আসলে ৪০টি দেশে এখন কাজ করে এনএফসি এনাবেলড পেমেন্ট সিস্টেম। শুধু তাই নয়, বেশ কিছু ডেবিট কার্ডও এনএফসি সাপোর্ট করে। আর এখানেই শেষ নয়, Muse Wallet ভারতে এখন পরিষেবা দিচ্ছে। মূলত Rupay-এর সাহায্যেই তারা ভারতে পরিষেবা দিচ্ছে। আর এই প্ল্যাটফর্মই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উন্নতি করবে বলে মনে করা হচ্ছে।

আসলে Muse বলে সংস্থাটি তৈরি করেছে আআইটি মাদ্রাসের এক ইঞ্জিনিয়ার। এই নতুন রিংটার নাম মিউজ রিং ওয়ান। এতে দারুণ পেমেন্ট ফিচার রয়েছে। শুধু তাই নয়, এতে মিলবে হেলথ ট্র্যাকিং। পাশাপাশি এই রিংয়ের মাধ্যমে স্লিপ ট্র্যাকিংয়ের ফিচারও মিলবে। আর আপনি এই সব তথ্য দেখতে পারবেন মোবাইলে অ্যাপে। বর্তমানে এটির প্রি-অর্ডার করতে পারবেন অফিশিয়াল পোর্টালে।

কয়েকটি ভ্যারিয়েন্ট মিলবে
এই রিংটি মূলত দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। সবথেকে কম দামের আংটির দাম ২৮৯৯৯ টাকা। এটি হল টাইটেনিয়াম সিরামিক ভ্যারিয়েন্ট। এছাড়া এটির ১৮ ক্যারাট গোল্ড ভ্যারিয়েন্টের দাম (এত ৬ থেকে ৭ গ্রাম সোনা ব্যবহার হয়েছে) ৯৯,৯৯৯ হাজার টাকা। এই দুই ভ্যারিয়েন্টরই অনেক কালার অপশন রয়েছে। 

একবার চার্জ দিলে চলবে ৭ দিন
এই রিংটিতে চার্জিং ফিচার মিলবে। সংস্থার দাবি, একবার চার্জ দিলে ৭ দিন চার্জ থাকবে। এছাড়া এই আংটিতে মিলবে ২৪/৭ হেলথ ট্র্যাকিং।

Advertisement

খুবই লাইটওয়েট ডিজাইন
সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে একটা গড়পড়তা স্মার্টঘড়ির থেকে মোটামুটি ১০ গুণ কম ওজন এই স্মার্ট রিংয়ের। যার ফলে আপনি এটি সারাদিনই পরে থাকতে পারেন। আর এই রিং থেকে অ্যালার্জির আশঙ্কাও নেই। এতে মেডিক্যাল গ্রেডের উপাদান ব্যবহার করা হয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement