Realme C53: ভারতে C সিরিজে নয়া স্মার্টফোন আনল Realme। নতুন Realme C53 এল বাজারে। বাজেট সেগমেন্টে এই ফোন আনা হয়েছে। দাম ৯,৯৯৯ টাকা। এই অল্প দামের মধ্যেই পাবেন ৫,০০০ mAh ব্যাটারি। সেই সঙ্গে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাবেন।
Realme C53-র দু'টি মডেল আনা হয়েছে - 4GB+64GB এবং 6GB+128GB। কম RAM-এর ভেরিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা। অপরটির দাম ১০,৯৯৯ টাকা।
Realme C53 তাদের ওয়েবসাইট, Flipkart এবং অফলাইন রিটেল স্টোর থেকে কিনতে পারবেন। ২৬ জুলাই দুপুর ১২টায় বিক্রি শুরু হবে। প্রাইমারি অফারে অতিরিক্ত ১,০০০ টাকার ছাড় পেতে পারেন।
Realme C53-এর ফিচার
স্ক্রিন
Realme C53-তে ৬.৭৪ ইঞ্চি 90Hz ডিসপ্লে পাবেন। স্ক্রিন-টু-বডি রেশিও ৯০.৩% । ৫৬০ nits সর্বোচ্চ ব্রাইটনেস পবেন। 180Hz টাচ স্যাম্পলিং রেট।
ক্যামেরা
Realme-র এই ফোনের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। 1080P/30fps, 720P/30fps এবং 480P/30fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। 108MP আল্ট্রা ক্লিয়ার ক্যামেরা রয়েছে।
সেলফি এবং ভিডিও কলের জন্য, Realme C53-তে 8MP AI সেলফি ক্যামেরা রয়েছে। সামনের ক্যামেরায় 720P/30fps ভিডিও রেকর্ডিং হবে। ভিডিও, পোর্ট্রেট মোড, বিউটি মোড, এইচডিআর, ফেস-রিকগনিশন, ফিল্টার, বোকেহ ইফেক্ট কন্ট্রোল-এর মতো বেশ কিছু ক্যামেরা ফিচার রয়েছে।
চিপসেট
রিয়েলমির এই ফোনে ARM Mali-G57 GPU এবং 12nm, 1.82GHz CPU পর্যন্ত সক্ষম অক্টা-কোর চিপসেট রয়েছে।
ব্যাটারি
18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৫,০০০ mAh-এর ব্যাটারি রয়েছে। Realme C53-তে দু'টি ন্যানো কার্ড স্লট এবং একটি মাইক্রো এসডি স্লট রয়েছে। 2.4/5GHz, 3.5mm হেডসেট জ্যাক, USB টাইপ-সি এবং ব্লুটুথ 5.0 কানেক্টিভিটি পাবেন। চ্যাম্পিয়ন গোল্ড এবং চ্যাম্পিয়ন ব্ল্যাক, এই দুই কালার ভেরিয়েন্টে Realme C53 পাবেন।