Advertisement

Realme আনছে তাদের ইতিহাসের সেরা ক্যামেরা ফোন, মিলবে দুর্দান্ত সব ফিচার

ক্যামেরা বিভাগেও রিয়েলমি এইবার বাজি ধরেছে অন্যভাবে। Ricoh দ্বারা টিউন করা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে এতে, যার প্রধান সেন্সর ৫০ মেগাপিক্সেলের Ricoh GR লেন্স। সেলফি প্রেমীদের জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 01 Nov 2025,
  • अपडेटेड 2:34 AM IST

রিয়েলমি আবারও ভারতীয় স্মার্টফোন বাজারে ঝড় তুলতে চলেছে। নভেম্বর ২০২৫-এই লঞ্চ হতে চলেছে Realme GT 8 Pro।এমনটাই জানা গেছে সংস্থার ঘনিষ্ঠ সূত্রে। যদিও অফিসিয়াল লঞ্চ তারিখ এখনও ঘোষণা করা হয়নি, ইতিমধ্যেই ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে, যা দেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে।

এই ফোনে থাকবে ৬.৭৯ ইঞ্চির QHD+ ফ্লেক্সিবল AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2K এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্জ। স্ক্রিনের পিক ব্রাইটনেস ৭০০০ নিটস পর্যন্ত যাবে, ফলে রোদে বা অন্ধকারে, যে কোনও পরিস্থিতিতেই পর্দা স্পষ্টভাবে দেখা যাবে। চিপসেটের দিক থেকেও এটি হবে শক্তিশালী। ফোনটি চালিত হবে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে, যা কোম্পানির সর্বশেষ এবং সবচেয়ে দ্রুতগতির প্রসেসর।

ক্যামেরা বিভাগেও রিয়েলমি এইবার বাজি ধরেছে অন্যভাবে। Ricoh দ্বারা টিউন করা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে এতে, যার প্রধান সেন্সর ৫০ মেগাপিক্সেলের Ricoh GR লেন্স। সেলফি প্রেমীদের জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন

ব্যাটারির ক্ষমতা নিয়েও চমক দিয়েছে সংস্থা। এতে থাকছে ৭০০০mAh ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। মাত্র কয়েক মিনিটেই ফোন সম্পূর্ণ চার্জ হয়ে যাবে বলে দাবি।

আরও এক আকর্ষণীয় সংযোজন হলো HyperVision+ AI চিপ, যা ছবি তোলা ও ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করবে। ফোনটির ডিজাইন হবে একেবারে প্রিমিয়াম। মাত্র ৮.২ মিমি পুরু, হালকা ও স্টাইলিশ। চলবে Android 16 OS ও Realme UI 7-এর ওপর। রঙের বিকল্প হিসেবে বাজারে আসবে সাদা, সবুজ ও নীল।

মূল্য দিক থেকে এটি প্রিমিয়াম সেগমেন্টে পড়লেও প্রতিযোগিতামূলক বলা যায়,  ভারতে প্রায় ₹৫০,০০০ থেকে ₹৬০,০০০ টাকার মধ্যে পাওয়া যেতে পারে। পাওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে থাকবে আল্ট্রা হ্যাপ্টিক মোটর, ১২GB থেকে ১৬GB RAM এবং ২৫৬GB থেকে ১TB পর্যন্ত স্টোরেজের বিকল্প। পাশাপাশি IP69 রেটিং, যা জল ও ধুলোর হাত থেকে সম্পূর্ণ সুরক্ষা দেবে।

Advertisement

ফোনটি Flipkart ও Realme-র অফিসিয়াল স্টোরে বিক্রি হবে বলে জানা গিয়েছে। সম্ভাব্য লঞ্চ তারিখ হিসেবে ২০ নভেম্বর ২০২৫ ধরা হচ্ছে। সংক্ষেপে, Realme GT 8 Pro হতে চলেছে এক পাওয়ার প্যাকড স্মার্টফোন,  যেখানে ডিসপ্লে, ক্যামেরা ও ব্যাটারির নিখুঁত মেলবন্ধনে তৈরি এক সম্পূর্ণ ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা।

Read more!
Advertisement
Advertisement