
Realme P4 Power 5G: ভারতের স্মার্টফোন বাজারে ফের চমক দিল রিয়েলমি (Realme)। বিশাল ব্যাটারি আর শক্তিশালী পারফরম্যান্সকে সামনে রেখেই দেশে লঞ্চ হল Realme P4 Power 5G। সংস্থা দাবি করেছে, একবার চার্জ দিলেই ফোনটি ৩৯ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকতে পারে। যা এই মুহূর্তে বাজারে থাকা ফোনগুলির মধ্যে নজিরবিহীন।
বিশাল ব্যাটারি, দ্রুত চার্জিং, প্রিমিয়াম ডিসপ্লে ও শক্তিশালী প্রসেসরের সমন্বয়ে Realme P4 Power 5G মূলত দীর্ঘ ব্যাটারি ব্যাক-আপ চাওয়া ব্যবহারকারীদের দিকেই তাকিয়ে। মিড-রেঞ্জ সেগমেন্টে এই ফোন যে বেশ চ্যালেঞ্জ ছুঁড়ে দিল, তা বলাই যায়।
ব্যাটারিতেই বাজিমাত
Realme P4 Power 5G-এর সবচেয়ে বড় আকর্ষণ এর ১০,০০১mAh ব্যাটারি। এত বড় ব্যাটারি সাধারণত পাওয়ার ব্যাঙ্কে দেখা যায়, স্মার্টফোনে নয়। সঙ্গে রয়েছে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ফলে দীর্ঘক্ষণ চার্জে বসে থাকার ঝামেলাও কমবে।
রং ও ডিজাইন
এই ফোনটি বাজারে এসেছে তিনটি রঙে, ট্রান্সসিলভার (Transsilver), ট্রান্সঅরেঞ্জ (Transorange) এবং ট্রান্সব্লু (Transblue)। ডিজাইনে আধুনিক ছোঁয়ার পাশাপাশি ফোনে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
দাম কত?
Realme P4 Power 5G-এর দাম ধরা হয়েছে,
৮GB RAM + ১২৮GB স্টোরেজ: ২৫,৯৯৯ টাকা
৮GB RAM + ২৫৬GB স্টোরেজ: ২৭,৯৯৯ টাকা
১২GB RAM + ২৫৬GB স্টোরেজ: ৩০,৯৯৯ টাকা
ব্যাঙ্ক অফারে মিলবে ২,০০০ টাকা পর্যন্ত ছাড়। ফোনটির বিক্রি শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে ফ্লিপকার্টে (Flipkart)।
ডিসপ্লে ও পারফরম্যান্স
ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে, ১৪৪Hz রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস 7i প্রোটেকশন।পারফরম্যান্সের দায়িত্বে রয়েছে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে মিলবে Android 16-ভিত্তিক Realme UI 7.0।
ক্যামেরা কেমন?
ফটোগ্রাফির জন্য ফোনে দেওয়া হয়েছে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, সেলফির জন্য সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অডিওর জন্য ফোনে রয়েছে সিঙ্গেল স্পিকার।