Advertisement

Shubhanshu Shukla Video Call Kamna Shukla: ইনি ভারতের প্রথম মহিলা, যিনি মহাকাশ থেকে ভিডিও কল পেয়েছেন

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৮ দিনের ঐতিহাসিক মিশন শেষে দেশে ফিরেছেন ভারতীয় নভোচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে অ্যাক্সিওম ৪ মিশনের অংশ হিসেবে তিনি ২৫ জুন নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেন।

শুভাংশু শুক্লা ও তাঁর স্ত্রী কামনা।-ফাইল ছবিশুভাংশু শুক্লা ও তাঁর স্ত্রী কামনা।-ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 17 Jul 2025,
  • अपडेटेड 11:46 AM IST
  • আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৮ দিনের ঐতিহাসিক মিশন শেষে দেশে ফিরেছেন ভারতীয় নভোচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা।
  • স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে অ্যাক্সিওম ৪ মিশনের অংশ হিসেবে তিনি ২৫ জুন নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেন।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৮ দিনের ঐতিহাসিক মিশন শেষে দেশে ফিরেছেন ভারতীয় নভোচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে অ্যাক্সিওম ৪ মিশনের অংশ হিসেবে তিনি ২৫ জুন নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেন। এবং ২৬ জুন আইএসএস-এ পৌঁছান। সেই দিনই ঘটেছিল এক অভিনব ঘটনা, মহাকাশ থেকে তিনি ভিডিও কল করেছিলেন তাঁর স্ত্রী কামনা শুক্লাকে।

এই কলের মাধ্যমেই ইতিহাস তৈরি হয়। কামনা শুক্লা হয়ে ওঠেন প্রথম ভারতীয় মহিলা, যিনি সরাসরি মহাকাশ স্টেশন থেকে স্বামীর ফোনকল পান। কলের সময় শুভাংশু শেয়ার করেছিলেন তাঁর দৈনন্দিন কাজের অভিজ্ঞতা, চলমান বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং মহাকাশ থেকে দেখা পৃথিবীর অপূর্ব দৃশ্য। কামনার কথায়, 'ওর কণ্ঠ শুনে আর নিরাপদে আছে জেনে আমার মনটা ভরে গিয়েছিল।'

মিশনের সময় থেকেই কামনা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। স্বামীর মিশন শেষের পর পৃথিবীতে ফেরার জন্য তিনি আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেন। শুভাংশুর পছন্দের খাবার রান্না করা থেকে শুরু করে তাঁর স্বাভাবিক জীবনে ফেরার সব রকম বন্দোবস্ত তিনি করে রেখেছিলেন।

দুই মাসের প্রয়োজনীয় কোয়ারেন্টাইন শেষে ১৬ জুলাই হিউস্টনে স্ত্রী কামনা ও ছয় বছরের ছেলে কিয়াশের সঙ্গে দেখা করেন শুভাংশু। সাক্ষাতের মুহূর্তে তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, 'মহাকাশ ভ্রমণ অসাধারণ, কিন্তু দীর্ঘদিন পর পরিবারের মুখ দেখা আরও বড় আনন্দ।'

২০০৯ সালে শুভাংশু ও কামনার বিয়ে। লখনউয়ের সিটি মন্টেসরি স্কুলে তৃতীয় শ্রেণি থেকে তাঁদের বন্ধুত্বের শুরু। কামনা পেশায় দন্ত চিকিৎসক।

১৯৮৪ সালের রাকেশ শর্মার পর শুভাংশু হলেন দ্বিতীয় ভারতীয়, যিনি মহাকাশে গিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করেছেন। ১৮ দিনে তিনি ৬০টিরও বেশি পরীক্ষা সম্পন্ন করেন, যার মধ্যে মেথি ও মুগ ডাল চাষের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা ভারতের মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলেছে।

এই ঐতিহাসিক যাত্রায় নতুন মাত্রা যোগ করেছে কামনা শুক্লার সেই অবিস্মরণীয় ভিডিও কল, যা মহাকাশ ও পৃথিবীর ভালোবাসাকে একই সূত্রে বেঁধেছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement