
স্মার্টফোন আমাদের প্রায় সর্বক্ষণের সঙ্গী। তাই সকালে ঘুম থেকে উঠেই আগে ফোনের নোটিফিকেশন চেক করা হয়। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও করা হয় স্ক্রল। তাতেই মনের শান্তি। তবে মাথায় রাখতে হবে, আমাদের কিছু ভুলেই ফোন পুড়ে যেতে পারে। বিশেষত, চার্জিংয়ের সময়ের ভুলই এহেন বিপদ ডেকে আনে। যার ফলে ফোন ফেটে যেতে পারে। পাশাপাশি আপনিও জখম হতে পারেন।
তাই আর সময় নষ্ট না করে এমন কিছু ভুল জেনে নিন, যেগুলি চার্জিংয়ের সময় করলে ফোনের বিপদ হতে পারে।
কী ভুল নয়?
সবার প্রথমে চার্জে বসিয়ে ফোন ব্যবহার করার ছাড়তে হবে। এই সময় খেলা যাবে না গেম। এমনকী ফোনে ডিডিও দেখার ভুলটাও করবেন না। তাহলেই ফোন ফেটে যাওয়ার আশঙ্কা কমবে।
আসলে চার্জ করার সময় ফোন এমনিতেই গরম হয়ে যায়। তার উপর আপনি যদি সেটি তখন ব্যবহার করেন, তাহলে আরও তপ্ত হয়ে যেতে পারে ডিভাইসটি। যার ফলে শর্টসার্কিট হয়ে লেগে যেতে পারে আগুন। তাই সবার প্রথমে এই ভুল করা চলবে না। তাতেই খেলা ঘুরে যাবে।
এছাড়া অনেকে ফোনের সংস্থার দেওয়া অথারাইজ চার্জার ব্যবহার না করে লোকাল চার্জার ব্যবহার করেন। আর সেটাও কিন্তু ডেকে আনতে পারে বিপদ। এর ফলেও শর্ট সার্কিট হতে পারে। যার ফলে আগুন লেগে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই সাবধান হন।
কী করতে পারেন?
এমন পরিস্থিতিতে অবশ্যই ফোনটাকে সাবধানে চার্জ করতে হবে। ফোন যেন চার্জে লাগানোর সময় ব্যবহার না করা হয়, সেটা নিশ্চিত করুন। পাশাপাশি অফিশিয়াল চার্জার ব্যবহার করুন। তাতেই ফোনটাকে রক্ষা করতে পারবেন।
চার্জ দেওয়ার সময় এই বিষয়টা মাথায় রাখুন
অনেকেই ফোনকে ফুল চার্জ করে দেন। আর এই ভুলটা করেন বলেই বিপদ বাড়ে। ফোনের ব্যাটারি দ্রুত খারাপ হয়ে যায়। তাই এমনটা করা চলবে না। তার বদলে চেষ্টা করুন ৮০ শতাংশ পর্যন্ত চার্জ গেলেই চার্জ থেকে খুলে নেওয়ার। আর অপরদিকে ফোনের চার্জ কখনই ২০ শতাংশের নীচে নামতে দেবেন না। এই নিয়মটা মেনে চললেই খেলা ঘুরে যাবে। দেখবেন বাড়বে ফোনের ব্যাটারি লাইফ।
আর একটা কথা, ফোন কখনই সারারাত চার্জে বসিয়ে রাখবেন না। এটাও বিপদ ডেকে আনতে পারে। বরং জেগে থাকা অবস্থাতেই ফোনটা চার্জ করুন। তাতেই বিপদের আশঙ্কা কমবে। দেখবেন বহু সমস্যার করা যাবে সমাধান।