Advertisement

Tata Neu: আমাজন-ফ্লিপকার্টকে টক্কর টাটার, কী এমন আছে নয়া অ্যাপে?

সমস্ত পরিষেবা মিলবে Tata Neu সুপার অ্যাপে। সব ধরনের ডিজিটাল পরিষেবা এবং অ্যাপকে এক প্ল্যাটফর্মে আনা হয়েছে।

রতন টাটা। রতন টাটা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Apr 2022,
  • अपडेटेड 9:32 PM IST
  • আসছে টাটার নতুন অ্য়াপ।
  • ৭ এপ্রিল গুগল স্টোরে মিলবে টাটা ন্যু।
  • আমাজন, ফ্লিপকার্টের সঙ্গে টক্কর।

আমাজনের সঙ্গে টক্কর দিতে নামছে টাটা গোষ্ঠী। আর রতন টাটার বাজি টাটা ন্যু (Tata Neu) অ্যাপ। এতদিন ধরে টাটার কর্মীরাই এই অ্যাপ ব্যবহার করতে পারতেন। সোমবার থেকে তা সাধারণের জন্য উপলব্ধ হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের মতো মঞ্চে এই অ্যাপের বিপণন শুরু করে টাটা। যা নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে।        

আগামী ৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য লঞ্চ হতে চলেছে Tata Neu সুপার অ্যাপ। অ্যাপটি Google Play স্টোরে মিলছে বলে জানিয়েছে সংস্থা। Neu অ্যাপটির আয়তন ৫৪MB। এটি Android এবং iOS উভয় ডিভাইসেই ডাউনলোড করা যাবে। ৭ এপ্রিল এই অ্যাপ নিয়ে যাবতীয় কৌতূহলের অবসান হতে চলেছে। 

Google Play স্টোরে অ্যাপ সম্পর্কে বলা হয়েছে, "অত্যাধুনিক ডিজিটাল ব্যবস্থায় পণ্য কিনুন। লেনদেন করুন। করতে পারবেন হিসেবনিকেশ। ছুটি থেকে আপনার পরের খাবারের পরিকল্পনাও করতে পারেন। Tata Neu-এর জগত ঘুরে দেখুন। লাভ করুন নতুন অভিজ্ঞতা।'

আরও পড়ুন

টাটা ন্যু কী? (What is Tata Neu?)

শোনা যাচ্ছে, সমস্ত পরিষেবা মিলবে Tata Neu সুপার অ্যাপে। সব ধরনের ডিজিটাল পরিষেবা এবং অ্যাপকে এক প্ল্যাটফর্মে আনা হয়েছে। Tata Group-র বিভিন্ন ডিজিটাল পরিষেবা যেমন AirAsia India এবং AirIndia-এর বিমানের টিকিট বুকিং, তাজ গ্রুপের হোটেলের ঘর বুক, BigBasket থেকে চাল-ডালের অর্ডার, 1mg থেকে ওষুধ ক্রয়-সহ একাধিক পরিষেবা মিলবে Tata Neu অ্যাপে।

শুধু তাই নয়। অনলাইন পেমেন্ট পরিষেবাও রয়েছে অ্যাপে। আজ্ঞে হ্যাঁ, Tata Pay UPI-এর মাধ্যমে ইউপিআই পেমেন্টের সুবিধাও মিলবে। স্থানীয় দোকান বা শপিংমলে QR কোডের মাধ্যমে কেনাকাটা থেকে নিকটজনের অ্যাকাউন্ট টাকাও পাঠানো যাবে এই সুপার অ্যাপের মাধ্যমে। Tata Neu ব্যবহারকারীরা  বিদ্যুৎ বিল পরিশোধ, মোবাইল ফোন রিচার্জ, DTH, এমনকি নির্দিষ্ট ইন্টারনেট পরিষেবার বিলও মেটাতে পারবেন ব্যবহারকারী। রয়েছে পুরস্কারও। টাটা বলেছে, ব্যবহারকারীরা খরচের জন্য ন্যু কয়েন (Neu Coin)। যা ভাঙিয়ে বিভিন্ন পরিষেবা কিনতে পারবেন। 

Advertisement

Amazon, JioMart, Paytm-এর মতো অ্যাপগুলির সঙ্গে সম্মুখসমর শুরু হচ্ছে টাটার। টাটার অ্যাডভান্টেজ দীর্ঘদিনের ঐতিহ্য। সেই সঙ্গে ভারতীয়দের আস্থা। আর একটাই অ্যাপে যখন ইউপিআই পেমেন্ট, কেনাকাটা, ভ্রমণ বুকিং, খাবার থেকে একাধিক সুবিধা পাচ্ছেন ব্যবহারকারী তখন টক্কর যে জোর হবে তা বলাই যায়। 

Read more!
Advertisement
Advertisement