
ভাবুন তো, আপনি একটি ওয়েবসাইটে ঢুকে ট্রেন বা বিমানের টিকিট বুক করছেন। এতদিন আপনাকেই ফর্ম পূরণ করতে হত, আসন বাছতে হত, পেমেন্টের ধাপে ধাপে যেতে হত। কিন্তু এবার এই পুরো কাজটাই আপনার হয়ে করে দেবে গুগল ক্রোম। এমনই এক যুগান্তকারী ফিচার আনতে চলেছে গুগল, যা ব্রাউজিংয়ের অভিজ্ঞতাই বদলে দেবে।
আপনি যদি আগে Perplexity-এর Comet ব্রাউজার ব্যবহার করে থাকেন, তাহলে ‘এজেন্টিক ব্রাউজার’ ধারণাটির সঙ্গে কিছুটা পরিচিত হবেন। সেখানে একটি বিল্ট-ইন অ্যাসিস্ট্যান্ট থাকে—আপনি শুধু নির্দেশ দিলেই ব্রাউজার নিজে থেকে কাজ সেরে ফেলে। একই পথে এগোচ্ছে OpenAI-এর পরীক্ষামূলক ব্রাউজার ATLAS-ও। এবার সেই তালিকায় জোরালোভাবে নাম লেখাতে চলেছে গুগল ক্রোম।
এজেন্টিক ব্রাউজিংয়ের পথে ক্রোম
গুগল ইতিমধ্যেই তাদের এআই মডেল জেমিনি (Gemini)-কে ক্রোমের সঙ্গে যুক্ত করতে শুরু করেছে। এই ফিচার পুরোপুরি চালু হলে ক্রোম আর শুধু ওয়েবসাইট খোলার একটি টুল থাকবে না, বরং আপনার ব্যক্তিগত ডিজিটাল সহকারীতে পরিণত হবে। আপনি কী করতে চান, সেটুকু বললেই বাকি কাজটা করবে এআই।
সহজ ভাষায় বলতে গেলে, আপনি যদি ক্রোমকে বলেন, 'এই ওয়েবসাইট থেকে আমার ট্রেনের টিকিট বুক করে দাও,' তাহলে জেমিনি সেই পেজ বুঝে নেবে, প্রয়োজনীয় বোতাম চিনবে, ফর্ম পূরণ করবে এবং ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাবে।
কী কী কাজে লাগবে এই ফিচার?
এই নতুন এআই-চালিত ক্রোম শুধু টিকিট বুকিং নয় অনলাইন ফর্ম পূরণ, কেনাকাটার সময় পছন্দের পণ্য খুঁজে দেওয়া, গবেষণা বা তথ্য সংগ্রহ এমনকি কোডিং সংক্রান্ত কাজেও সাহায্য করবে। বিশেষ করে যাঁরা প্রযুক্তি-ভীত, বয়স্ক ব্যবহারকারী বা প্রথমবার ইন্টারনেট ব্যবহার করছেন, তাঁদের জন্য এটি হতে পারে সত্যিকারের স্বস্তির খবর।
নিরাপত্তা নিয়ে কী বলছে গুগল?
স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এটা কি নিরাপদ? গুগলের দাবি, ব্যবহারকারীর স্পষ্ট অনুমতি ছাড়া এআই কোনও কাজই করবে না। অর্থপ্রদান বা ব্যক্তিগত তথ্য ব্যবহারের আগে প্রতিটি ধাপে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ থাকবে। পাশাপাশি, ডেটা মূলত ব্রাউজারের মধ্যেই প্রক্রিয়াকরণ করা হবে, অনুমতি ছাড়া কোনও তথ্য ভাগ করা হবে না।
কবে থেকে মিলবে এই সুবিধা?
এই ফিচার এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ধাপে ধাপে নির্বাচিত ব্যবহারকারীদের জন্য এটি চালু করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই আরও বেশি Chrome ব্যবহারকারী এই নতুন অভিজ্ঞতার স্বাদ পাবেন বলে জানাচ্ছে গুগল।
সব মিলিয়ে বলা যায়, এই আপডেট কেবল একটি নতুন ফিচার নয়, এটি আমাদের ইন্টারনেট ব্যবহারের ধরণে এক বড় পরিবর্তনের সূচনা। ভবিষ্যতে আমরা আর ওয়েবসাইটে ঘুরে ঘুরে কাজ করব না, বরং এআই-কে নির্দেশ দেব, আর ক্রোম নিজেই সব সামলে নেবে। তখন ক্রোম আর শুধু ব্রাউজার নয়, সত্যিকারের একটি ওয়েব সহকারী হয়ে উঠবে।