মোবাইল ফোন ছাড়া জীবন এখন ভাবাই যায় না। সকাল থেকে ঘুম ভেঙে উঠে সেই যে ব্যবহার শুরু, তার পর সারাদিন চলতেই থাকে। দিনের শেষে গিয়ে রেস্ট পায় মোবাইল।
তবে মুশকিল হল, এহেন অতি কাজের একটি গ্যাজেটের ব্যাটারি নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। তাদের মোবাইল কেনার বছর ঘুরতে না ঘুরতেই ব্যাটারির হাল খারাপ হয় যায়। হু হু করে ড্রপ করতে থাকে চার্জ। তখন ব্যাটারি বদলে ফেলা ছাড়া উপায় থাকে না।
যদিও এই সমস্যার একটা সহজ সমাধান রয়েছে আমাদের কাছে। এক্ষেত্রে কয়েকটি নিয়ম মেনে ব্যবহার করলে অনায়াসে বাড়বে ব্যাটারি লাইফ। এটি অনেক দিন ভালো থাকবে।
পার্শিয়াল চার্জ করুন
অনেকেই ফোন ফুল চার্জ করেন। আবার কেউ কেউ ব্যাটারি ফুল ড্রেইন করে দেন। আর এই ভুলটা করেন বলেই তাদের ফোনের ব্যাটারির হাল বিগড়ে যায়। তাই এই ভুলটা করা চলবে না। তার বদলে পার্শিয়াল চার্জ করতে হবে। সেক্ষেত্রে ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে চার্জ করুন ব্যাটারি। তাতেই ফোনের ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকবে।
রাতে চার্জে ফেলে রাখবেন না
অনেকেই সারাদিন ফোন চার্জ করার সময় পান না বা ইচ্ছেকৃতভাবে করেন না। বরং তারা রাতে ফোনটা চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। তার পর সকালে উঠে ফোনটা খুলে নেন। যদিও এই ভুল করলে একবারেই চলবে না। রাতে ফোন চার্জ দিয়ে ফেলে রাখা চলবে না। বরং চার্জ হয়ে গেলে খুলে নিতে হবে। তাতেই ভালো থাকবে ফোন।
অফিশিয়াল চার্জার ব্যবহার করুন
ফোনের ব্যাটারি ঠিক রাখতে চাইলে অফিশিয়াল চার্জার ব্যবহার করা জরুরি। অন্যের চার্জারে চার্জ দিলে আদতে ব্যাটারির উপর পড়বে চাপ। যার ফলে ক্ষতি হতে পারে। তাই এই ভুল শুধরে নিন। তাহলেই দেখবেন অনায়াসে সমস্যার করা যাবে সমাধান।
ফোন হিট হতে দেবেন না
মোবাইল বেশি গরম হলে আদতে খারাপ হয়ে যায় ব্যাটারি। তাই এই ভুলটা করবেন না। এক্ষেত্রে যতটা কম সময় মোবাইল ব্যবহার করা যায়, তত ভালো। বিশেষত, গেম বেশিক্ষণ খেলবেন না। তাহলেই দেখবেন ফোন ঠান্ডা থাকবে। যার ফলে বাড়বে ব্যাটারির আয়ু।
স্ক্রিন সেটিং ঠিক রাখুন
ফোনর ব্রাইটনেস অনেক চার্জ খায়। তাই চেষ্টা করুন ব্রাইটনেস বেশি না বাড়ানোর। তার বদলে কম ব্রাইটনেসে কাজ করুন। চাইলে ডার্ক মোড অন করে নিতে পারেন। তাতেও কাজ হবে।
পরিশেষে বলি, মোবাইল একটি ইলেকট্রনিক গ্যাজেট। তাই এর যে কোনও পার্টস যখন খুশি খারাপ হতে পারে। তবে আমাদের উচিত এটাকে ঠিক রাখার চেষ্টা করার। নইলে আরও দ্রুত টাকা খরচ হয়ে যেতে পারে।