
Truecaller-এর দিন শেষ। এ বার থেকে ফোন এলে নম্বরের সঙ্গে দেখা যাবে কলারের নাম। সেই পরিষেবা দেবে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। যার ফলে কোনও থার্ড পার্টি অ্যাপের উপর নির্ভর করতে হবে না। থাকবে না তথ্য চুরির ভয়।
ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) টেলিকমিউনিকেশন বিভাগের (DoT) একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, এখন থেকে কলারের নম্বরের পাশাপাশি দেখা যাবে তার নম্বর। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে কলিং নেম প্রেজেন্টেশন (সিএনএপি)। এটির মূল লক্ষ্য হল ইনকামিং কলে স্বচ্ছতা আনা। পাশাপাশি যিনি ফোন রিসিভ করছেন, তিনি ফোন তুলবেন কি না, ফোন তুলে কী বলবেন, এই সব বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। সেই সঙ্গে স্প্যামিং কমবে বলেও মনে করা হচ্ছে।
কীভাবে মিলবে নাম?
আসলে SIM নেওয়ার সময় কোনও একটা নথি জমা দিতে হয়। সেখানে নাম এবং ঠিকানা লেখা থাকে। আর সেই নথির থেকেই নাম নেওয়া হবে। সেই নামই ফুটে উঠবে ফোন করার সময়।
সবাই পাবেন
এই পরিষেবা পাওয়ার জন্য আলাদা করে কোনও টাকা দিতে হবে না। সকলেই বিনামূল্যে এই পরিষেবা পাবেন, এমনটাই TRAI জানাচ্ছে।
তবে কেউ যদি এই পরিষেবা না নিতে চান, তারও বিকল্প থাকবে। সেক্ষেত্রে টেলিকম সংস্থাকে এই পরিষেবা বন্ধ করার অনুরোধ জানাতে হবে। সেই মতো বন্ধ হয়ে যাবে পরিষেবা।
থার্ড পার্টি অ্যাপ লাগবে না
কোনও অপরিচিত নম্বর থেকে ফোন এলে সবারই সমস্যা হয়। বোঝা যায় না কোনও পরিচিত নাকি স্প্যাম কল এসেছে। এই কারণে অনেকেই ফোনে ট্রু কলারের মতো অ্যাপ ব্যবহার করেন।
তবে অনেকেই মনে করেন, এই ধরনের থার্ড পার্টি অ্যাপ অনেক তথ্য নিয়ে নেয়। যার ফলে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার রয়েছে আশঙ্কা। আর সেই সমস্যা সমাধানেই এগিয়ে এসেছে টেলিকম। তারা এবার থেকে ফোন নম্বরের সঙ্গে নামও দেখাবে।
স্প্যাম কল কমবে
TRAI জানাচ্ছে, এটা চালু হলে স্প্যাম কল কমবে। মানুষকে আর সমস্যায় পড়তে হবে না।
কবে শুরু?
না, সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই বিষয়ে ঘোষণা হবে। এখন দেখার কত দ্রুত এই পরিষেবা দেয় টেলিকম সংস্থা।