Advertisement

Raider 125 iGo: বিশাল পিকআপ! রেইডারের নতুন মডেল আনল TVS, দাম এক লাখের মধ্যে

TVS Raider iGO লঞ্চ হল। বৃহস্পতিবার TVS Motor Company রেইডারের নতুন মডেল লঞ্চ করেছে। দাম ₹৯৮,৩৮৯ (এক্স-শোরুম)  থেকে শুরু। প্রথমবার রেইডারে ‘বুস্ট মোড’ এবং ‘রাইড মোডস’ যোগ করা হয়েছে। ইতিমধ্যেই Raider বেশ জনপ্রিয় একটি মডেল। এর মধ্যেই প্রায় ১০ লক্ষ রেইডার বিক্রি করে ফেলেছে টিভিএস।

TVS Raider 125 iGo: এই সেগমেন্টে সেরা? জানতে পড়ুুুুন...TVS Raider 125 iGo: এই সেগমেন্টে সেরা? জানতে পড়ুুুুন...
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Oct 2024,
  • अपडेटेड 1:03 PM IST
  • বৃহস্পতিবার TVS Motor Company রেইডারের নতুন মডেল লঞ্চ করেছে।
  • থমবার রেইডারে ‘বুস্ট মোড’ এবং ‘রাইড মোডস’ যোগ করা হয়েছে।
  • নতুন Raider iGO মডেলে iGO অ্যাসিস্ট বলে একটি ফিচার যোগ করা হয়েছে।

TVS Raider iGO লঞ্চ হল। বৃহস্পতিবার TVS Motor Company রেইডারের নতুন মডেল লঞ্চ করেছে। দাম ₹৯৮,৩৮৯ (এক্স-শোরুম)  থেকে শুরু। প্রথমবার রেইডারে ‘বুস্ট মোড’ এবং ‘রাইড মোডস’ যোগ করা হয়েছে। ইতিমধ্যেই Raider বেশ জনপ্রিয় একটি মডেল। এর মধ্যেই প্রায় ১০ লক্ষ রেইডার বিক্রি করে ফেলেছে টিভিএস।

নতুন Raider iGO মডেলে iGO অ্যাসিস্ট বলে একটি ফিচার যোগ করা হয়েছে। এতে বাইকের পিকআপ আরও বেশি হবে বলে দাবি করা হচ্ছে। নতুন রেইডার আইগো-কে ১১.৭৫ এনএম টর্ক এবং ১১.৩৮ পিএস পাওয়ার উঠবে।

iGO অ্যাসিস্টের মাধ্যমে ০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা উঠতে মাত্র ৫.৮ সেকেন্ড সময় লাগবে।এই সেগমেন্টে প্রথম। এছাড়াও, এর ফলে ১০% জ্বালানি খরচ বাঁচবে বলে দাবি সংস্থার। সাধারণ Raider-এর চেয়ে iGO অ্যাসিস্টে বাড়তি ০.৫৫ এনএম টর্ক মিলবে।

নতুন নার্ডো গ্রে রঙটাও দারুণ। ইদানিং গাড়ি-বাইকের বাজারে এই নন-মেটালিক ফিনিশের গ্রে বেশ জনপ্রিয়। তাই এই নার্ডো গ্রে রঙটা যে সেই বিষয়টি মাথায় রেখেই করা হয়েছে, তা বলাই বাহুল্য।

সঙ্গে আবার অ্যালয় হুইলও আছে। এই একই ধরণের লাল চাকা টিভিএস-এর অ্যাপাচে স্পেশাল এডিশনেও দেওয়া হয়েছে। সেই সঙ্গে রিভার্স LCD কানেক্টেড ক্লাস্টার থাকছে। একাধিক কানেক্টিভিটি ফিচার রয়েছে। এতে ভয়েস অ্যাসিস্ট, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং রাইড রিপোর্টের মতো ফিচার্স রয়েছে।

TVS Raider-এ ১২৪.৮ সিসি এয়ার/অয়েল-কুলড ৩V ইঞ্জিন রয়েছে। ৫-স্পিড গিয়ারবক্স কানেক্টেড। এই সেগমেন্টে প্রথমবার একাধিক রাইড মোডও দেওয়া হয়েছে।

সাসপেনশনের জন্য গ্যাস-চার্জড ৫-স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন এবং টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন রয়েছে। স্প্লিট সিট ডিজাইন এবং ১৭ ইঞ্চি অ্যালয় হুইলসের ফিচার্স রয়েছে।

TVS Motor Company-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অনিরুদ্ধ হালদার বলেন, ‘বুস্ট মোডে ০.৫৫ এনএম অতিরিক্ত টর্ক মিলবে। ১০% বেটার ফুয়েল ইকোনমি মিলবে। আমাদের GenZ রাইডাররা মূলত পিকআপ ও মাইলেজ নিয়ে বেশি আগ্রহী। নতুন TVS Raider দুই দিক থেকেই সেরা।’

Advertisement
Read more!
Advertisement
Advertisement