
দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া বা UIDAI নতুন একটি অ্যাপ লঞ্চ করেছে। এর মাধ্যমে ডিজিটাল আইডেন্টিটি চলে এসেছে হাতের মুঠোয়। তাই এখন থেকে আর আধার কার্ড নিয়ে ঘুরতে হবে না। মোবাইলেই হাজির থাকবে ডিজিটাল আধার। আর এই অ্যাপের সিকিউরিটিও কিন্তু অনেক আপডেটেড। এতে একাধিক সিকিউরিটি টুলসও রয়েছে।
কোথায় মিলছে এই অ্যাপ?
এই অ্যাপ অন্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। ডাউনলোড করতে চাইলে প্লেস্টোর বা অ্যাপস্টোরে যান। সেখানে থেকে নামিয়ে নিন অ্যাপটা।
কী কী ফিচার পাবেন?
নতুন এই অ্যাপটি অত্যন্ত আধুনিক। এতে রয়েছে সেরা কিছু ফিচার। যেমন ধরুন- ফেস অথেন্টিকেশন, বায়োমেট্রিক লক, কিউআর শেয়ারিং সহ একাধিক ফিচার।
তাই আর সময় নষ্ট না করে ফিচার গুলি সম্পর্কে বিস্তারিত জানুন-
মাল্টি প্রোফাইল ম্যানেজমেন্ট
এই অ্যাপে আপনি চাইলে পরিবারের পাঁচজনের আধার কার্ড লিঙ্ক করে রাখতে পারবেন। তবে মাথায় রাখতে হবে, ফোনে এক সময়ে একটি প্রোফাইলই অন থাকবে। একাধিক প্রোফাইল অন রাখা যাবে না।
তবে আপনি যদি একই সিম অন্য মোবাইলে ঢুকিয়ে আবার নতুন করে অ্যাপটি ব্যবহার করেন, তাহলে পুরনো প্রোফাইলটা ডিলিট হয়ে যাবে।
ফেস অথেন্টিকেশন
ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আধার ব্যবহার করতে পারবেন। আপনাকে কোথাও ফিজিক্যাল কার্ড নিয়ে যেতে হবে না বলেই জানিয়েছে ইউআইডিএআই।
বায়োমেট্রিক লক
আধার কার্ডে আমাদের সকলের বায়োমেট্রিক তথ্য রয়েছে। আর সেই তথ্যই চুরি হওয়ার অভিযোগ ওঠে। যদিও মাথায় রাখতে হবে, খুব সহজেই এই অ্যাপ ব্যবহার করে আপনি আধারের বায়োমেট্রিক লক করে দিতে পারবেন। এমনকী চাইলে সেই লক খুলতেও পারেন। যার ফলে তথ্য চুরির আশঙ্কা কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রোফাইল আপডেট
এই অ্যাপে প্রোফাইল আপডেট হওয়ার পর খুব তাড়াতাড়ি নতুন তথ্য দেখা যায়। নতুন কার্ড বাড়িতে আসার অপেক্ষা করতে হয় না। আর এটা বিরাট বড় ফিচার।
কিউআর কোড
দ্রুত গতিতে আধার অথেন্টিকেশন করা যাবে এই অ্যাপের মাধ্যমে। এক্ষেত্রে কিউআর কোডের মাধ্যমেই হবে অথেন্টিকেশন। আর সেই কিউআর পাওয়া যাবে এই অ্যাপে।
অফলাইন মোড
এই অ্যাপ ব্যবহারের জন্য সবসময় ইন্টারনেট লাগবে না। বরং চাইলে অফলাইনেও এই অ্যাপে সেভ করা ডেটা ব্যবহার করা যাবে। তবে অ্যাপটি পুরো ব্যবহার করতে চাইলে ইন্টারনেট লাগবেই।