
ভারতে Vivo-র নতুন প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ Vivo X300 লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই লঞ্চ ডেট কনফার্ম করেছে সংস্থা। ডিসেম্বরেই ভারতীয় মার্কেটে এই ফ্ল্যাগশিপ সিরিজ এসে যাবে। এই সিরিজে দু'টি স্মার্টফোন লঞ্চ হতে পারে, Vivo X300 এবং Vivo X300 Pro। দুই মডেলেই Zeiss টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাবেন। Vivo X300-এর মেন অ্যাট্রাকশন নিঃসন্দেহে 200MP টেলিফটো লেন্স। ২ ডিসেম্বর ২০২৫-এই ভারতের বাজারে Vivo X300 ও Vivo X300 Pro লঞ্চ। ইতিমধ্যেই চিনে এই সিরিজ লঞ্চ হয়েছে। ক্যামেরা পারফরম্যান্সেই মেন ফোকাস।
ক্যামেরা
Pro ভ্যারিয়েন্টে
50MP Sony LYT-828 প্রাইমারি সেন্সর
50MP Samsung JN1 Ultra-Wide
200MP টেলিফটো লেন্স
স্ট্যান্ডার্ড মডেল
200MP মেইন লেন্স
50MP টেলিফটো
50MP আল্ট্রা-ওয়াইড
দুই ফোনেই ফ্রন্ট ক্যামেরা হিসেবে 50MP Samsung JN1 সেলফি শুটার পাওয়া যাবে। এই ক্যামেরা পারফরম্যান্স আরও উন্নত করবে Zeiss 2.35x Teleconverter Lens এবং Telephoto Extender Kit, যা অফিসিয়ালি টিজ করেছে Vivo।
পারফরম্যান্স ও ব্যাটারি
ভারতীয় ভ্যারিয়েন্টে থাকবে MediaTek Dimensity 9500 প্রসেসর, সঙ্গে Pro Imaging VS1 Chip এবং V3+ Imaging Chip। সফটওয়্যারের দিক থেকে ফোনগুলো চলবে Android 16 বেসড OriginOS 6-এ। ব্যাটারি ক্যাপাসিটি থাকবে 6040mAh, যা দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে।
সম্ভাব্য দাম
Vivo-র প্রীমিয়াম ফ্ল্যাগশিপ সিরিজের মধ্যেই এটা পড়বে। ফলে দাম প্রায় ₹১,০০,০০০ টাকার আশেপাশে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।