Advertisement

কেন্দ্রের CEIR সিস্টেমে কীভাবে হারানো বা চুরি যাওয়া মোবাইলের হদিশ পাবেন? রইল স্টেপ বাই স্টেপ নিয়ম

এই নতুন সিস্টেমটি তৈরি করেছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (CDoT)। দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক ও উত্তর-পূর্ব ভারতে পাইলট প্রকল্প হিসেবে ট্রায়াল চলছিল। ১৭ মে গোটা দেশেই চালু হয়ে যাচ্ছে এই সিস্টেম।

CEIR সিস্টেমCEIR সিস্টেম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 May 2023,
  • अपडेटेड 1:46 PM IST
  • CEIR সিস্টেম কী?
  • কী ভাবে কাজ করবে এই সিস্টেম?
  • ফোন চুরি হলে বা হারিয়ে গেলে কীভাবে ব্লক করবেন?

ফোন হারিয়ে গেছে? চুরি হয়ে গিয়েছে? আর চিন্তা নেই। কেন্দ্র সরকার নয়া সিস্টেম আনছে, যার মাধ্যমে সহজেই জানতে পারা যাবে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া স্মার্টফোনের লোকেশন। এই সিস্টেমের নাম সেন্ট্রাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (CEIR)। ১৭ মে এই নয়া প্রযুক্তি লঞ্চ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এর মাধ্যমে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইলের লোকেশন ট্র্যাক করে চটজলদি ব্লক করতে পারবেন।

এই নতুন সিস্টেমটি তৈরি করেছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (CDoT)। দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক ও উত্তর-পূর্ব ভারতে পাইলট প্রকল্প হিসেবে ট্রায়াল চলছিল। ১৭ মে গোটা দেশেই চালু হয়ে যাচ্ছে এই সিস্টেম।

CEIR সিস্টেম কী?

আরও পড়ুন

CEIR হল হারিয়ে যাওয়া মোবাইলের হদিশ পাওয়ার জন্য একটি সিটিজেন পোর্টাল। চুরি যাওয়া বা হারিয়ে যাওয়ার মোবাইল ব্লক করা যাবে এই সিস্টেমের মাধ্যমে। যাতে ওই ফোন কোনও খারাপ উদ্দেশ্যে ব্যবহার না করা হয়।

যদি কোনও ব্যক্তি ব্লক হয়ে যাওয়া মোবাইল ফোনটির ব্যবহারের চেষ্টা করে, তাহলে জানতে পারবেন আপনি। আর যদি হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার মোবাইল ফোনটি আপনি পেয়ে যান, তাহলে সংশ্লিষ্ট পোর্টালেই আনব্লক করে ফের ইউজ করা যাবে।

কী ভাবে কাজ করবে এই সিস্টেম?

এটি একটি ইনবিল্ট মেকানিজম, যা সব টেলিকম নেটওয়ার্কেই ক্লোন করা মোবাইল ফোন চিনতে সাহায্য করবে। 

এই সিস্টেমের সুবিধা পেতে মোবাইল ফোনের IMEI নম্বর জানাতে হবে। টেলিকম নেটওয়ার্কের কাছে  IMEI নম্বরের একটি তালিকা থাকবে। কোনও ব্যক্তি IMEI নম্বর বদলের চেষ্টা করলেও জানতে পারবে টেলিকম নেটওয়ার্ক সংস্থা।

ফোন চুরি হলে বা হারিয়ে গেলে কীভাবে ব্লক করবেন?

প্রথমে পুলিশে একটি রিপোর্ট দায়ের করতে হবে। সেই রিপোর্ট দায়েরের কপিটি নিতে হবে।

টেলিকম অপারেটরের কাছ থেকে হারিয়ে যাওয়া ফোনটির একটি ডুপ্লিকেট সিম কার্ড নিন। এটা জরুরি, কারণ IMEI নম্বর ব্লক করার অনুরোধ করার সময় আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। 

Advertisement

পুলিশ রিপোর্টের কপি ও একটি আইডি কার্ডের ফটো কপি করে রাখুন। মোবাইল ফোনটি কেনার সময়ের রসিদও জমা করতে পারেন।

এরপর CEIR ওয়েবসাইটে গিয়ে IMEI নম্বর ব্লক করার জন্য রেজিস্টার ফর্ম ফিল-আপ করুন। ফর্মের লিঙ্ক রইল। 

ফর্ম সাবমিট করার পরে একটি রিকুয়েস্ট আইডি পাবেন। ফোনটির স্টেটাস চেক করা বা ফোন ফিরে পাওয়ার পরে IMEI নম্বর আনব্লক করার জন্য এই রিকুয়েস্ট আইডি জরুরি।

ফোনের সেটিংসে গিয়ে অ্যাবাউট ফোন ট্যাপ করলে IMEI নম্বর পাওয়া যায়। স্ক্রল করলেই দেখতে পাবেন।  
 

Read more!
Advertisement
Advertisement