Advertisement

Phone Heating: গেম খেললেই গরম হয়ে যায় ফোন? এই টিপসে হবে ঠান্ডা

অনেকেই দিনের অনেকটা সময় ফোনে গেম খেলেন। এটাই তাদের অবসর সময়ের বিনোদন। তবে এই গেম খেলতে গিয়েই বিপত্তির মুখে পড়তে হয়। তাদের ফোন গরম হয়ে যায়। তখন গেম ল্যাগ করতে থাকে। কমে যায় ফোনের পারফর্মেন্স।

ফোন গরম হওয়াফোন গরম হওয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Oct 2025,
  • अपडेटेड 6:44 PM IST
  • অনেকেই দিনের অনেকটা সময় ফোনে গেম খেলেন
  • এটাই তাদের অবসর সময়ের বিনোদন
  • এই গেম খেলতে গিয়েই বিপত্তির মুখে পড়তে হয়

অনেকেই দিনের বেশ কিছুটা সময় ফোনে গেম খেলেন। এটাই তাদের অবসর সময়ের বিনোদন। তবে এই গেম খেলতে গিয়েই বিপত্তির মুখে পড়তে হয়। তাদের ফোন গরম হয়ে যায়। তখন গেম ল্যাগ করতে থাকে। কমে যায় ফোনের পারফর্মেন্স।

আর এই সমস্যা ভুক্তভোগীদের অনেকেই এর থেকে মুক্তির উপায় খুঁজে পান না। যার ফলে তারা ফোনের উপরই অহেতুক রাগ করেন। যদিও কিছু নিয়ম মেনে চললে অনায়াসে এই সমস্যার করা যেতে পারে সমাধান। আর সেই পথটাই দেখানো হল নিবন্ধটিতে।

কীভাবে ফোন ঠান্ডা করবেন?

আপনাকে অবশ্যই গেম খেলার সময় কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন ধরুন-

গ্রাফিক্স কমিয়ে দিন

অনেকেই ফোনে হাই গ্রাফিক্সে গেম খেলেন। আর এই ভুলের জন্যই ফোন গরম হতে শুরু করে দেয়। তাই এই ভুলটা শুধরে নিতে হবে। এক্ষেত্রে গেমের গ্রাফিক্সটা কমিয়ে নিন। রেজোলিউশন এবং ফ্রেম রেট কমান। তাহলেই দেখবেন ফোন খুব একটা গরম হবে না। আপনি খুব সহজেই গেমটা খেলতে পারবেন।

ব্রাইটনেস কমান

গেম খেলার সময় একবারেই ব্রাইটনেস বাড়িয়ে রাখা যাবে না। এই ভুলটা করলেই ফোনের হিটিং সমস্যা বৃদ্ধি পেতে পারে। তাই এই ভুল নয়। এখন থেকে গেম খেলার আগে অবশ্যই ফোনের ব্রাইটনেস কমিয়ে ফেলুন। তাতেই খেলা ঘুরে যাবে। দেখবেন কমবে ফোন গরম হওয়ার সমস্যা।

ব্যাকগ্রাউন্ডের অ্যাপ বন্ধ করে দিন

গেম খেলার আগে অবশ্যই যে কোনও ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করে দিতে হবে। নইলে পিছনে থাকা অ্যাপটি চলতে থাকবে। প্রসেসরকে বেশি কাজ করতে হবে। আর সেই কারণেই গরম হয়ে উঠবে ফোন। তাই এ বার থেকে ব্র্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করে দিন।

গেমিং মোড ব্যবহার করুন

এখনকার অধিকাংশ ফোনেই গেমিং মোড রয়েছে। আর এই ফিচার সেরার সেরা। এই ফিচার ব্যবহার করলে ফোনের পারফর্মেন্স ঠিকঠাক ম্যানেজ করতে পারবেন। যার ফলে কমে যাবে হিটিং ইস্যু।

Advertisement

একনাগাড়ে গেম নয়

অনেকেই ফোন একনাগাড়ে গেম খেলতেই থাকেন। কয়েক ঘণ্টা পর্যন্ত গেম খেলে যান। আর তাতেই গরম হয়ে যায়। তাই ফোনে একনাগড়ে গেম খেলবেন না। তাতে সমস্যা বাড়তে পারে। তার বদলে দিনে ৩০ থেকে ১ ঘণ্টা ঘুরিয়ে ফিরিয়ে গেম খেলুন। তাতেই খেলা ঘুরে যাবে।

Read more!
Advertisement
Advertisement