Advertisement

New Year-এর আগে WhatsApp-এর ধামাকা, এল নতুন স্টিকার ও স্ট্যাটাস অ্যানিমেশন

২০২৬ সালের জন্য তৈরি হচ্ছেন সকলে। হাতে আর মাত্র কয়েকটা দিন। আর নতুন বছরে ব্যবহারকারীদের জন্য সেরা ফিচার নিয়ে এল WhatsApp। তাঁদের পক্ষ থেকে নতুন স্টিকার আনা হয়েছে হয়েছে। শুধু তাই নয়, ভিডিও কলের এফেক্ট থেকে শুরু করে নতুন স্ট্যাটাস লে আউটও লঞ্চ করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা নতুন এক্সপিরিয়েন্স পাবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

WhatsApp-এর নতুন স্টিকারWhatsApp-এর নতুন স্টিকার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Dec 2025,
  • अपडेटेड 2:38 PM IST
  • নতুন বছরে ব্যবহারকারীদের জন্য সেরা ফিচার নিয়ে এল WhatsApp
  • তাঁদের পক্ষ থেকে নতুন স্টিকার আনা হয়েছে হয়েছে
  • ভিডিও কলের এফেক্ট থেকে শুরু করে নতুন স্ট্যাটাস লে আউটও লঞ্চ করা হয়েছে

২০২৬ সালের জন্য তৈরি হচ্ছেন সকলে। হাতে আর মাত্র কয়েকটা দিন। আর নতুন বছরে ব্যবহারকারীদের জন্য সেরা ফিচার নিয়ে এল WhatsApp। তাঁদের পক্ষ থেকে নতুন স্টিকার আনা হয়েছে হয়েছে। শুধু তাই নয়, ভিডিও কলের এফেক্ট থেকে শুরু করে নতুন স্ট্যাটাস লে আউটও লঞ্চ করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা নতুন এক্সপিরিয়েন্স পাবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আসলে নতুন বছর শুরুর সময় বেড়ে যায় WhatsApp-এর ব্যবহার। আর সেই কারণে আগেভাগেই একাধিক স্টিকার নিয়ে এল সংস্থা। তাদের তরফ থেকে এই বিষয়ে বিশদে জানান হয়েছে।

মেসেজ, ভিডিও এবং ভয়েস কল হবে ব্যবহার

সারা পৃথিবীতে মোটামুটি ১০০ বিলিয়ন মানুষ প্রতিদিন WhatsApp মেসেজ ব্যবহার করেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ২ বিলিয়ন মানুষ প্রতিদিন WhatsApp কল করেন ব্যবহার। আর বর্ষবরণের সময় এই ব্যবহারকারীর সংখ্যা অনেকটাই বেড়ে যেতে পারে। এই সময় পার্সোনাল মেসেজ থেকে শুরু করে গ্রুপ মেসেজ, ভিডিও কল এবং ভয়েস কলের ব্যবহার বাড়বে।

সংস্থার মতে, এই সময় অনেকেই নতুন বছরের শুভেচ্ছা পাঠান নিজের পরিবার, পরিজন ও পরিচিতদের। আর সেই কারণেই নিউ ইয়ারে হোয়াটস অ্যাপ নতুন ফিচার আনছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই আসুন বিষয়টা সম্পর্কে বিশদে জানা যাক।

২০২৬-এর স্টিকার প্যাক বেরিয়ে গিয়েছে

ইতিমধ্যেই নতুন বছরের স্টিকার প্যাক বের করেছে WhatsApp। আপনি চাইলে WhatsApp New Year-এর শুভেচ্ছা জানাতে পারবেন এই সব স্টিকার ব্যবহার করে।

ভিডিও কলে থাকবে এফেক্ট

২০২৬ সালে ভিডিও কলে নতুন এফেক্ট আনছে সরকার। তাদের তরফ থেকে ফায়ারওয়ার্কস, স্টার অ্যানিমেশন এবং আরও কিছু এফেক্ট আনা হচ্ছে।

নতুন স্টিকার ব্যবহার করা যাবে স্ট্যাটাসে

আপনি চাইলে ২০২৬ সালে WhatsApp Status দিতে পারেন। সেখানে ব্যবহার করতে পারেন একাধিক স্টিকার। এই স্টিকারগুলি অ্যানিমেটেড থাকবে।

গ্রুপ চ্যাটে ব্যবহার করতে পারবেন স্টিকার

Advertisement

আপনি চাইলে অনায়াসে গ্রুপ চ্যাটে ব্যবহার করতে পারেন স্টিকার। নতুন ইভেন্ট চালু করতে পারেন। শুধু তাই নয়, WhatsApp গ্রুপও পিন করা যাবে মেসেজ। পাশাপাশি গ্রুপে অনুষ্ঠানের লোকেশনও পিন করে দেওয়া যাবে। তাই এখন থেকেই ব্যবহার করুন এসব ফিচার। আশা করছি, নতুন বছরের শুরুটা ভালই কাটবে আপনার।  

 

Read more!
Advertisement
Advertisement