Advertisement

WhatsApp Paid Service: এ বার WhatsApp-ও আর Free নয়? নয়া ভার্সন নিয়ে জল্পনা

WhatsApp ব্যবহার করতেও খরচা করতে হবে টাকা? হ্যাঁ, এমন জল্পনাই তুঙ্গে উঠেছে একটি খবর সামনে আসার পর। আসলে অ্যাড-ফ্রি সাবস্ক্রিপশন মডেল পরীক্ষা করছে সংস্থা। আর এই মডেলটা খুব শীঘ্রই সামনে আসতে পারে। যার ফলে আগামিদিনে WhatsApp-এও দেখতে হতে পারে বিজ্ঞাপন। আর সেটা না চাইলে পয়সা দিয়ে অ্যাড ফ্রি ভার্সন চালাতে হবে। 

WhatsApp ফ্রি নয়WhatsApp ফ্রি নয়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jan 2026,
  • अपडेटेड 8:57 AM IST
  • WhatsApp ব্যবহার করতেও খরচা করতে হবে টাকা?
  • এমন জল্পনাই তুঙ্গে উঠেছে একটি খবর সামনে আসার পর
  • পয়সা দিয়ে অ্যাড ফ্রি ভার্সন চালাতে হবে

WhatsApp ব্যবহার করতেও খরচা করতে হবে টাকা? হ্যাঁ, এমন জল্পনাই তুঙ্গে উঠেছে একটি খবর সামনে আসার পর। আসলে অ্যাড-ফ্রি সাবস্ক্রিপশন মডেল পরীক্ষা করছে সংস্থা। আর এই মডেলটা খুব শীঘ্রই সামনে আসতে পারে। যার ফলে আগামিদিনে WhatsApp-এও দেখতে হতে পারে বিজ্ঞাপন। আর সেটা না চাইলে পয়সা দিয়ে অ্যাড ফ্রি ভার্সন চালাতে হবে। 

এই রিপোর্ট অনুযায়ী, WhatsApp ভার্সন ২.২৬.৩.৯-এ বড় কিছু বদল আসতে পারে। এই ভার্সনে থাকবে সাবস্ক্রিপশন মডেল। সাবস্ক্রিপশন না নিলে স্ট্যাটাস এবং চ্যানেলে দেখতে হতে পারে বিজ্ঞাপন। যদিও এই আপডেট সম্পর্কে এখনও সংস্থা মুখ খোলেনি।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই সাবস্ক্রিপশন মডেল নিয়ে ইতিমধ্যেই কাজ চলছে। সংস্থা কিছুদিনের মধ্যেই সামনে আনতে পারে প্ল্যান। তারপরই সবটা খোলসা হবে।

গত বছর চেষ্টা করেছিল মেটা...
আসলে WhatsApp-এর মূল সংস্থা হল মেটা। আর গত বছরই মেটা স্ট্যাটাস এবং চ্যানেল সেকশনে অ্যাড চালানোর চেষ্টা করে। যদিও ব্যবহারকারীদের মেটার সেই প্রয়াস একবারেই পছন্দ হয়নি। আর এ সবের মধ্যেই আবার নতুন করে সেই একই জিনিস পরীক্ষা করছে মেটা। সেটা খুব তাড়াতাড়ি সামনে আসবে বলেই মনে করা হচ্ছে। 

বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, মেটা চাইছে WhatsApp থেকে মুনাফা বাড়াতে। সেই কারণে তারা অ্যাড চালাতে চাইছে। এর মাধ্যমে অনেক টাকা আয় হবে তাদের। আর যারা বিজ্ঞাপন দেখতে চাইবেন, তাঁরা ব্যবহার করবেন পেইড ভার্সন। এর মাধ্যমেও ভাল টাকা আয় হবে মেটার। তাই সংস্থার তরফ থেকে কিছু দিনের মধ্যেই পেইড ভার্সন আনা হবে বলে মনে করা হচ্ছে। 

মাথায় রাখতে হবে, ২০০৯ সালে জ্যান কৌম এবং ব্রায়ান অ্যাকশন WhatsApp তৈরি করেন। ২০১০ সাল থেকে WhatsApp-এ ইনস্ট্যান্ট মেসেজ করা যায়। আর ২০১১ সালে এই মেসেজিং অ্যাপে গ্রুপ চ্যাট ফিচার অ্যাড করা হয়। 

আর অ্যাপটির এমন সাফল্য দেখার পরই সেটা কেনার জন্য ঝাঁপিয়ে পড়ে ফেসবুকের প্রধান সংস্থা মেটা। তাদের পক্ষ থেকে ২০১৪ সালে অ্যাপটিকে কিনে নেওয়া হয়। চুক্তি হয় ১৯ বিলিয়ন মার্কিন ডলারের। তারপর থেকে মেটাই এর মালিক। 

Advertisement

যদিও WhatsApp ব্যবহারের জন্য এতদিন কোনও টাকাই খরচা করতে হয়নি সাধারণ মানুষকে। তবে এই জল্পনা যদি সত্যি হয়, তাহলে গ্যাঁটের কড়ি খরচ করেই এবার থেকে WhatsApp ব্যবহার করতে হবে। নইলে দেখতে হবে বিজ্ঞাপন।

 

Read more!
Advertisement
Advertisement