ফেসবুক আপনি নিয়মিত ব্যবহার করেন। এমনকী অনেকের প্রোফাইলে আপনি ভিজিট করেন চুপিসারেই। ফেসবুকে যেহেতু প্রোফাইল ভিউ কিংবা রিসেন্ট ভিজিটর অপশন নেই তাই জানার উপায় নেই আপনি কার প্রোফাইলে ঢুঁ মারছেন? অথবা কেউ আপনার প্রোফাইলে লুকিয়ে ভিজিট করছে কি না। লিঙ্কডিন কিংবা ফেসবুক পূর্ববর্তী অরকুটে সেই অপশন ছিল।
তবে হতাশ হওয়ার কিছু নেই। সোশ্যাল নেটওয়ার্কিং-এ কারা আপনার সম্পর্কে আগ্রহী সেটা জানতে হলে কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে। দেখে নেওয়া যাক-
১। প্রথমে ফেসবুকে লগ-ইন করুন
২। নিজের টাইমলাইনে যান। সেখানে গিয়ে রাইট ক্লিক করে 'view page source' সিলেক্ট করুন।
৩। একটি কোড দেওয়া পেজ খুলবে। যা দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। জানবেন এই কোডেই থাকে সব তথ্য।
৪। এরপর CTRL+F প্রেস করুন।
৫। পেজের উপরে একটি ছোট বক্স খুলবে। সেখানে InitialChatFriendsList-এর পাশে নম্বরের একটা তালিকা দেখতে পাবেন।
৬। সেই তালিকায় যারা আপনার টাইমলাইন ভিজিট করেছে তাঁদের আইডি দেওয়া থাকবে।
৭। আইডি কাঁদের তা নিজের চোখে পরখ করতে অ্যাড্রেস বারে টাইপ করুন: facebook.com/তারপরে আইডি।
৮। এরপর এন্টার প্রেস করলেই আপনি ভিজিটর পেজে পৌঁছে যাবেন।