
ভারতের স্বরাষ্ট্র দফতরের সাইবার উইং ১৪সি 'Wingo অ্যাপ' নেটওয়ার্কের বিরুদ্ধে বিরাট বড় পদক্ষেপ গ্রহণ করেছে। বন্ধ করা হয়েছে এই অ্যাপের সমস্ত কাজকর্ম। এই অ্যাপের বিরুদ্ধে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের টার্গেট করার অভিযোগ রয়েছে।
যতদূর খবর, এই অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মোবাইল ফোন থেকে ফেক মেসেজ পাঠাত। আর ব্যবহারকারীরা কিছু জানতেই পারতেন না। এই তথ্য জানতে পারার পরই পদক্ষেপ গ্রহণ করল সরকার। তাদের তরফ থেকে উইঙ্গো অ্যাপের কমান্ড এবং কন্ট্রোল সার্ভার বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
এখানেই শেষ নয়, ৪ টেলিগ্রাম চ্যানেলের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে সরকার। এই সব চ্যানেলে মোটামুটি ১৫৩০০০ ব্যবহারকারী ছিলেন। আর এই ৪ চ্যানেল থেকে জালিয়াতি হতো বলে জানা গিয়েছে। যার ফলে ওই সব চ্যানেলকে আপাতত বন্ধ করে দিয়েছে সরকার। সেই সঙ্গে এই অ্যাপের গুণগান করা ৫৩টি ইউটিউব ভিডিও উড়িয়ে দেওয়া হয়েছে।
সাইবার সিকিউরিটি এজেন্সির তরফ থেকে জানান হয়েছে যে, এই নেটওয়ার্ক বিরাট স্তরে সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত ছিল। তাই বন্ধ করা হল নেটওয়ার্ক। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তদন্ত। এমন পরিস্থিতিতে সরকার সমস্ত মোবাইল ব্যবহারকারীদের কোনও অজানা অ্যাপ নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে। মেনে চলতে বলা হয়েছে সাইবার রুলস।
কীভাবে জালিয়াতি করত উইঙ্গো অ্যাপ?
ইতিমধ্যই কিছুটা তদন্ত এগিয়েছে। তাই তদন্তকারী সংস্থা জানিয়েছে যে, উইঙ্গো অ্যাপ অজান্তেই ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিত। তারপর নিজের থেকেই ফেক এবং ফ্রড মেসেজ পাঠাত অন্যান্য নম্বরে। আর ব্যবহারকারীরা এই বিষয়ে কিছুই জানতে পারতেন না। এই জালিয়াতিকেই ধরে ফেলে সরকার। তারপর এই নেটওয়ার্কের সমস্ত কার্যপ্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে।
টেলিগ্রাম ইউটিউবে কী ছবি?
এই স্ক্যামটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ছড়ানো হয়েছে। চারটি বড় টেলিগ্রাম চ্যানেল এই কাজটা করত। তাই তাদের বন্ধ করা হয়েছে। পাশাপাশি ৫৩টি ইউটিউব ভিডিও, যেখানে এই অ্যাপটির গুণগান গাওয়া হয়েছে, সেগুলিও সরানো হয়েছে।
কী বলছে সরকার?
স্বরাষ্ট্র দফতর এবং ১৪সি একত্রিতভাবে জানিয়ে যে ওই অ্যাপের সমস্ত নেটওয়ার্ক ব্যবহারকারীদের নিরাপত্ত সুনিশ্চিত করার জন্য বন্ধ করা হয়েছে। পাশাপাশি ব্যবহারকারীদের বলা হয়েছে শুধুমাত্র অফিশিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামানোর। পাশাপাশি এসএমএস বা ফাইলের অ্যাকসেস গ্রান্ট করার আগেও হতে হবে সতর্ক। শুধু তাই নয়, কোনও অ্যাপ অজানা কোনও সোর্স থেকে নামিয়ে থাকলে, সেটা আনইনস্টল করার দেওয়া হয়েছে পরামর্শ।