Bharat Mobility Expo 2025-এ নতুন Xoom 125 স্কুটার লঞ্চ করল Hero। মডার্ন ডিজাইন, পাওয়ারফুল ইঞ্জিন আর দামও সাধ্যের মধ্যে-সব মিলিয়ে বলা যায়, বাজারে এন-টর্কের কম্পিটিটর আনল হিরো।
ইঞ্জিন ও পারফরম্যান্স
হিরো Xoom 125-এ রয়েছে ১২৪.৬ সিসি, এয়ার-কুলড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, যা ৭,২৫০ আরপিএম-এ ৯.৮ বিএইচপি শক্তি এবং ৬,০০০ আরপিএম-এ ১০.৪ এনএম টর্ক জেনারেট করে। ইঞ্জিনটি সিভিটি ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত। ০-৬০ কিমি/ঘণ্টা গতি তুলতে ৭.৬ সেকেন্ড সময় লাগবে।
ডিজাইন
এমনিতেই Xoom মডেলটি বেশ স্পোর্টি। Xoom 125-এর সামনে শার্প লুকের অ্যাপ্রন রয়েছে। ইন্টিগ্রেটেড এলইডি লাইট, স্লিক সাইড এবং টেইল সেকশন রয়েছে। অল্পবয়সীদের এই ডিজাইন বেশ পছন্দ হবে। হন্ডা ডিও বা এন টর্কের সঙ্গে লুক্সে বেশ মিল আছে।
হার্ডওয়্যার
Xoom 125-এ আন্ডারবোন ফ্রেম, টেলিস্কোপিক ফর্ক এবং মনোশক সাসপেনশন আছে। ১৪ ইঞ্চির চাকা। ১২৫ সিসি সেগমেন্টে এই প্রথম এত বড় চাকা। সামনে ১১০ এবং পিছনে ১২০ সেকশনের টায়ার রয়েছে।
ফিচার্স
Xoom 125-এর উল্লেখযোগ্য ফিচার্স:
দাম
হিরো Xoom 125-এর দাম ৮৬,৯০০ টাকা। বাজারে TVS Ntorq 125 এবং Suzuki Avenis-ই এর মূল কম্পিটিশন বলা যেতে পারে।