আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স। অর্থাৎ কৃত্তিম বুদ্ধিমত্তা। এর ভূমিকা ধীরে ধীরে আমাদের দৈনন্দিন জীবনে ধাবা বসাতে শুরু করেছে। প্রভাব পড়ছে কাজের বাজারেও। এই AI-আসার পরপরই কিন্তু এই ধারনাটা মাথাচারা দিতে শুরু করেছিল যে কৃত্তিম বুদ্ধিমত্তা চাকরি খেয়ে নেবে। কথাটা যা খুব একটা ভুল তা নয়। এবার AI বিশেষজ্ঞরাও জানাচ্ছেন 2045 সালের মধ্যে বেশির ভাগ চাকরিই খেয়ে নেবে এই আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তা। কিন্তু এই অশনি সংকেতের মধ্যেও বিশেষজ্ঞরা বলছেন তিনটি এমন পেশা রয়েছে যে পেশাগুলিতে ছুঁতে পারবে না এই কৃত্তিম বুদ্ধিমত্তা। ব্যাপক হারে ছাঁটাই হলেও এই তিন পেশার লোকেরা চাকরি হারাবেন না।