জনপ্রিয় হার্ট সার্জেন সুধাংশু ভট্টাচার্য একবার রসিকতার সুরে একবার বলেছিলেন যন্ত্র হিসাবে হার্ট না বনালেও তো চলে। যন্ত্র ভেবে বানালে তা সুন্দরী যুবতীকে দেখে কি মানুষের দেহে যেইভাবে চঞ্চল হয়, সেই ভাবেঅ চঞ্চল হবে? তিনি মজা করে আরও বলেছিলেন হার্ট বানালেই তো হবে না। এর সঙ্গে ব্রেনের কানেকশন রাখতে হবে। কারণ ব্রেন থেকেই তো সিগন্যাল হার্টে যায়। তাঁর এই রসিকতা যে কাগজে কলমে মিলে যাবে, তা কেউ হয়তো ভাবেননি। এই মিরাকল করে দেখিয়েছেন ইজরায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের চিকিত্সা বিজ্ঞানীরা। থ্রি-ডি প্রিন্টিং প্রযুক্তির সাহায্যে জীবন্ত মানবকোষ ব্যবহার করে তাঁরা বানিয়ে ফেললেন কৃত্রিম হৃদপিণ্ড।