চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসাবে পা রেখেছে ভারত। এবার সেই চন্দ্রযান 3 নিয়ে বড়সড় খবর সামনে এল। চন্দ্রযান 3-এর রকেটের একটা অংশ ভেঙে পড়ল পৃথিবীতে। যা মহাশূন্যে বেসামাল চন্দ্রযান-3 মহাকাশ যানের উৎক্ষেপক যান LVM3 M4-এর একটি অংশ। লঞ্চের ঠিক 124 দিনের মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় ঢুকে পরে। নিয়ন্ত্রণ হারিয়ে বুধবার সেটি পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে এসেছে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO। ভারতের উপর দিয়ে না গেলেও, প্রশান্ত মহাসাগরের উত্তরে সেটি আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।