প্রযুক্তির দিক দিয়ে চিন অনেকটাই এগিয়ে রয়েছে। নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে বরাবরই উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছেন চিনের বিজ্ঞানীরা। এবার চিনের ডাক্তাররা কার্যত অসাধ্যকে সাধন করে ফেললেন। জানা গিয়েছে, স্যাটেলাইট স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে ৫,০০০ কিলোমিটারেরও বেশি দূরবর্তী স্থানে সফলভাবে রোবোটিক সার্জারি সম্পাদন করেছেন। যা বিশ্বব্যাপী স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিপ্লব আনতে পারে।