খুব শীঘ্রই মহাকাশে এবার ভাসবে কাঠের স্যাটেলাইট। তারই তোড় এবার শুরু করেদিলেন মহাকাশ বিজ্ঞানীরা! মহাকাশে দিনে দিনে আবর্জনা বাড়ছে। এই আবর্জনা বাসাবাড়ির বর্জ্য নয়। মেয়াদোত্তীর্ণ কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের যন্ত্রাংশসহ বিভিন্ন জিনিস। এই সমস্যা সমাধানে অভিনব এক কৌশল নিয়েছেন জাপানের বিজ্ঞানীরা। তাঁরা কাঠের কৃত্রিম উপগ্রহ উদ্ভাবনের চেষ্টা করছেন। এই চেষ্টায় তাঁরা সফল হলে তা হবে বিশ্বের প্রথম কাঠের কৃত্রিম উপগ্রহ। কয়েকদিনের মধ্যেই শক্তি পরীক্ষা হবে কাঠের উপগ্রহের। আগামী বছর নতুন ধরনের স্য়াটেলাইট মহাকাশে পাঠাতে পারে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র, মিলেছে ইঙ্গিত।