নাসার (NASA) কিউরিসিটি রোভার (Curiosity Rover) এবং পারসিভারেন্স রোভার (Perseverance Rover) মঙ্গল গ্রহ (Mars) এর প্রাচীন জীবনের প্রমাণ খুঁজে বেড়াচ্ছে। কিন্তু জানা গিয়েছে যে এই প্রমাণ খুঁজে পাওয়ার জন্য হয়তো আরেকটু গভীরভাবে খনন করতে হতে পারে। যদি মঙ্গল গ্রহের জীবনের অস্তিত্ব পেতে হয়, তাহলে তা মাটির ৬.৬ ফুট নিচে প্রোথিত থাকতে পারে। কারণ মঙ্গলের বায়ুমন্ডল দুর্বল এবং চৌম্বকীয় ক্ষেত্র নেই। এ কারণে মঙ্গলের উপর কসমিক রেডিয়েশন পৃথিবীর চেয়ে অনেক বেশি। কসমিক রেডিয়েশন থেকে অ্যামিনো অ্যাসিড নষ্ট হয়ে যায়।