গরমে নাজেহাল দেশবাসী। 26-এর বিধানসভা ভোটের আগে পাল্লা দিয়ে বাড়ছে গরম। এবার থেকে ট্রাফিক পুলিশ সদস্যদের রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করা একটু সহজ হবে। এখন আর তাঁদের প্রচণ্ড গরম মাথায় নিয়ে দায়িত্ব সামলাতে হবে না। অতিরিক্ত গরমের মধ্যেও মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারবে ট্রাফিক পুলিশ। হ্যাঁ, কাঠফাটা গরমের হাত থেকে ডিউটিরত ট্রাফিক পুলিশদের বাঁচতে বিশেষ হেলমেট উদ্ভাবন। এবার থেকে মাথায় এসি লাগিয়ে ঘুরবে Traffic Police।