করোনার ফলে বিশ্বের অনেক দেশেরই অর্থনীতি বিপর্যস্ত! ভারতের অর্থনীতিতেও করোনা মহামারির ব্যাপক প্রভাব প্রড়েছে। গত বছরে করোনার ফলে কাজ হারিয়েছেন বহু মানুষ। সংসার চালাতে পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ। দেশের লক্ষ লক্ষ মানুষের সঞ্চয় তলানিতে এসে ঠেকেছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় দেশের বেকারত্বের হার ফের বাড়তে শুরু করেছে। নতুন বছরের প্রথম চার মাসের মধ্যে এপ্রিলে দেশের বেকারত্বের হার সর্বোচ্চ ছিলই! মে মাসে দেশের বেকারত্বের হার প্রায় দ্বিগুণ হয়েছে। এমনই তথ্য উঠে এসেছে অর্থনৈতিক গবেষণা সংস্থা ‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’র (CMIE) সাম্প্রতিক পরিসংখ্যানে।
করোনা মহামারীর ধাক্কায় বিগত এক বছর ধরেই দেশের কর্মসংস্থানের পরিস্থিতি একেবারে বেহাল! কিন্তু এই পরিস্থিতিতেও উল্লেখযোগ্য ভাবে লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে। গত অর্থবর্ষে চাকরি পেয়েছেন রাজ্যের প্রায় ৩ লক্ষ যুবক-যুবতী। এই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নয়, মে মাসে এই তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় সরকারের শ্রমমন্ত্রকের অধীনস্ত এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের দেওয়া হিসাব থেকে।
নীতি আয়োগের সাম্প্রতিক রিপোর্টেও পশ্চিমবঙ্গের ফলাফল বেশ ভাল! এই রিপোর্ট অনুযায়ী, বেকারত্বের হারের নিরিখে বিজেপি শাসিত অধিকাংশ রাজ্যগুলির চেয়ে পশ্চিমবঙ্গের হাল অনেকটাই ভাল।
২০২০-২১ অর্থবর্ষে কোন রাজ্যে বেকারত্বের হার কত ছিল, সে সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশ করেছে মোদী সরকারের আওতাধীন নীতি আয়োগ। এই রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের বেকারত্বের হার ৪.১ শতাংশ।
অর্থাৎ, নীতি আয়োগের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, রাজ্যের প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৪ জনের কোনও রোজগার নেই বা তাঁরা কোনও চাকরি, পেশা বা ব্যবসার মতো কোনও আর্থিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত নন। এ বার এই রিপোর্টে বিজেপি শাসিত রাজ্যগুলির বেকারত্বের হার দেখে নেওয়া যাক...
বিজেপি শাসিত অরুণাচল প্রদেশে বেকারত্বের হার ৭.৭ শতাংশ, হিমাচল প্রদেশে ৫.৮ শতাংশ, মনিপুরে ১০.১ শতাংশ, অসমে ৭.১ শতাংশ, গোয়ায় ৯.৪ শতাংশ, ত্রিপুরায় ১০.৫ শতাংশ, উত্তরপ্রদেশে ৬.২ শতাংশ।
এদিকে বিজেপি শাসিত উত্তরাখণ্ডে বেকারত্বের হার ৯.৫ শতাংশ, হরিয়ানায় ৯.৮ শতাংশ, বিহারে ১০.৬ শতাংশ, মিজোরামে ৭.৩ শতাংশ, নাগাল্যান্ডে ১৮.৫ শতাংশ এবং পুদুচেরিতে বেকারত্বের হার ৮.৭ শতাংশ শতাংশ।
নীতি আয়োগের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, বেকারত্বের হারে বিজেপি শাসিত যে রাজ্যগুলি পশ্চিমবঙ্গের চেয়ে এগিয়ে রয়েছে সেগুলি হল, গুজরাত (বেকারত্বের হার ৩.৪ শতাংশ), কর্ণাটক (বেকারত্বের হার ৩.৯ শতাংশ), মধ্যপ্রদেশে (বেকারত্বের হার ৩.৭ শতাংশ), সিকিম (বেকারত্বের হার ৩.৩ শতাংশ) এবং মেঘালয় (বেকারত্বের হার ২.৮ শতাংশ)।