এবার MPC-তে রেপো রেট বাড়ায়নি আরবিআই। সেটি ৬.৫০ শতাংশেই রাখা হয়েছে। এর আগে ২০২২ সালের মে থেকে, রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ৬ বার বাড়িয়েছে।
HDFC ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ৫ বছর ১ দিন থেকে ১০ বছরের মধ্যে ম্যাচিওর FD-তে ৭.৭৫ শতাংশ সুদ দিচ্ছে৷ অন্যদের জন্য একই সময়ের জন্য সুদের হার নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ।
Fincare Small Finance Bank-এ প্রবীণ নাগরিকরা ১০০০ দিনের মধ্যে ম্যাচিওর FD-র উপর ৯.০১ শতাংশ সুদের হার পেতে পারেন৷ অন্যদের জন্য, একই সময়ের মধ্যে সুদের হার ৮.৪১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে প্রবীণ নাগরিকরা ১০০১ দিনের মধ্যে FD-তে ৯.৫০ শতাংশ সুদের হার পেতে পারেন৷ অন্যদের জন্য, একই মেয়াদের ওপরে সুদের হার ৯ শতাংশ।
Utkarsh Small Finance Bank প্রবীণ নাগরিকদের ৭০০ দিনের মধ্যে FD-তে ৯% সুদ দিচ্ছে৷ সাধারণ নাগরিকদের জন্য একই সময়ে সুদের হার ৮.২৫ শতাংশ।
Equitas Small Finance Bank প্রবীণ নাগরিকদের ৮৮৮ দিনের মধ্যে FD তে ৯ শতাংশ সুদ দিচ্ছে৷ অন্যরা একই সময়ের জন্য ৮.৫ শতাংশ সুদ পাচ্ছেন।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) অমৃত কলশ স্পেশাল এফডি ( FD) স্কিমের বৈধতা ৩০ জুন ২০২৩ পর্যন্ত বাড়িয়েছে। এতে ৪০০ দিনের এফডিতে ৭.১০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। আর প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৬০%।
(Disclaimer : এখানে শুধুই তথ্য পেশ করা হয়েছে, বিনিয়োগের আগে ব্যাঙ্কে খোঁজ নিন বা কোনও আর্থিক বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।)
আরও পড়ুন - ৩ রাশির ছেলেদের প্রথম দেখাতেই প্রেমে পড়েন মেয়েরা, আপনারটা মিলিয়ে দেখুন