Advertisement

ইউটিলিটি

Covid চিকিৎসার খরচ ২ লক্ষ টাকা ছাড়িয়েছে! বড় স্বস্তি আয়কর দফতরের ঘোষণায়

Aajtak Bangla
  • নয়া দিল্লি,
  • 09 May 2021,
  • Updated 7:07 PM IST
  • 1/9

করোনার চিকিৎসায় হাসপাতালে নগদ লেনদেনে বিধি বদল আনা হয়েছে। কোভিড চিকিৎসায় হাসপাতালের ২ লক্ষ বা তার বেশি টাকার বিল এ বার মেটানো যাবে নগদেও।

  • 2/9

করোনার চিকিৎসায় রোগীর পরিবারের সুবিধার্থে নগদ লেনদেনের নিয়মে পরিবর্তন আনা হলেও হাসপাতালের বিল মেটানোর ক্ষেত্রে PAN, Aadhaar Card দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

  • 3/9

শুধু তাই নয়, করোনার চিকিৎসার ক্ষেত্রে যিনি হাসপাতালের বিল মেটাচ্ছেন, রোগীর সঙ্গে তাঁর সম্পর্ক কী, তা-ও জানাতে হবে হাসপাতালে। এমনই নির্দেশ দেওয়া হয়েছে আয়কর দফতরের পক্ষ থেকে।

  • 4/9

করোনার চিকিৎসায় রোগীর পরিবারের সুবিধার্থে আয়করের কোন নিয়ম বদলে ফেলা হল? আয়কর আইনের section 269ST-এর বিধি-নিষেধ বেশ কিছুটা সিথিল করা হল বা নিয়মে পরিবর্তন আনা হয়েছে।

  • 5/9

এতদিন পর্যন্ত আয়কর আইনের section 269ST অনুযায়ী, কোনও ব্যক্তির কাছ থেকে একদিনে, একক বা একাধিক লেনদেনে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থা নগদে ২ লক্ষ বা তার বেশি টাকা নিতে বা দিতে পারতেন না।

  • 6/9

এ বার করোনা পরিস্থিতিতে রোগীর পরিবারের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আয়কর আইনের section 269ST-এর বিধিনিষেধ বেশ কিছুটা সিথিল করল বা নিয়মে পরিবর্তন আনলো দ্য সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT)।

  • 7/9

করোনা চিকিৎসার খরচে এ বার আয়কর স্বস্তিরও ইঙ্গিত মিলেছে। করোনা চিকিৎসায় ২ লক্ষ টাকার বেশি খরচ হলে মিলতে পারে আয়করে ছাড়! চলতি অর্থবর্ষেই মিলবে এই সুবিধা। ট্যুইট করে ঘোষণা আয়কর বিভাগের।

  • 8/9

শনিবারই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে রোগী ভর্তি করা নিয়ে নতুন সংশোধিত নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে, হাসপাতালের দ্বারস্থ হওয়া কোনও রোগীকেই ফেরানো যাবে না।

  • 9/9

পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রকের ওই নির্দেশিকায় বলা হয়েছে, যদি কোনও রোগীর কাছে কোভিড পরীক্ষার রিপোর্ট না-ও থাকে, তাহলেও তাঁকে ভর্তি নিতে হবে হাসপাতালে। অন্য শহর থেকে আসা রোগীদেরও ভর্তি নিতে হবে হাসপাতালে।

Advertisement
Advertisement