Advertisement

ইউটিলিটি

নয়া অর্থবর্ষে দুঃসংবাদ! ৪৬ বছরে সবচেয়ে কম PPF-এর সুদ

Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Apr 2021,
  • Updated 12:51 AM IST
  • 1/7

নয়া অর্থবর্ষ শুরুর আগেই জনগণকে ধাক্কা কেন্দ্রীয় সরকারের। স্বল্প সঞ্চয়ে সুদের হার কমাল সরকার। যার জেরে সবচেয়ে বড় ধাক্কা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে। (প্রতীকী ছবি)
 

  • 2/7

পাব্লিক প্রভিডেন্ট ফান্ড (PPF), ন্য়াশনল সেভিংস সার্টিফিকেট, এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার মত স্বল্প সঞ্চয় স্কিমের সুদে কাটছাঁট করেছে সরকার। পিপিএফ-এ সুদ কমিয়ে ৬.৪ শতাংশ করেছে সরকার। এর আগে এতে সুদ ছিল ৭.১ শতাংশ। (প্রতীকী ছবি)
 

  • 3/7

পরিসংখ্যান বলছে গত ৪৬ বছরে সবচেয়ে নিচে নামল পিপিএফ-এর সুদ। এর আগে ১৯৭৪ সালে পিপিএফ-এর সুদ ৭ শতাংশের কম ছিল। নয়া সুদের হার চালু ১ এপ্রিল ২০২১। (প্রতীকী ছবি)
 

  • 4/7

পিপিএফ-এর পাশাপাশি কিষাণ বিকাশ পত্র এবং সুকন্যা সমৃদ্ধি যোজনাতেও এখন থেকে কম সুদ পাওয়া যাবে। সুকন্যা সমৃদ্ধি যোজনাতে সুদ ৭.৬ শতাংশ থেকে কমিয়ে ৬.৯ শতাংশ করা হয়েছে। অর্থার ০.৭ শতাংশ কমানো হয়েছে সুদ। (প্রতীকী ছবি)

  • 5/7

কিষাণ বিকাশ পত্রে সুদ ৬.৯ শতাংশ থেকে কমিয়ে ৬.২ শতাংশ করে দেওয়া হয়েছে। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটেও ০.৯ শতাংশ কমানো হয়েছে সুদ। অর্থাৎ এখন এই যোজনার বিনিয়োগ করলে ৫.৯ শতাংশ হারে মিলবে সুদ, যা আগে ছিল ৬.৮ শতাংশ। (প্রতীকী ছবি)

  • 6/7

১ বছরে সময়সীমার বিনিয়োগে সবচেয়ে কমেছে সুদ। আগে ১ বছরের জন্য বিনিয়োগে সুদ মিলত ৫.৫ শতাংশ, যা বর্তমানে কমে হল ৪.৪ শতাংশ। অর্থাৎ ১.১ শতাংশ কমল সুদ। (প্রতীকী ছবি)
 

  • 7/7

পাশাপাশি ২ থেকে ৫ বছরের রেকারিং ডিপোজিটে সুদ কমেছে ০.৫ শতাংশ। এতে এখন সুদ মিলবে ৫ থেকে ৫.৮ শতাংশ, যা আগে ছিল ৫.৫ থেকে ৬.৭ শতাংশ। একইসঙ্গে সিনিয়র সিটিজেন্স সেভিং স্কিমে ৭.৪ শতাংশের পরিবর্তে এখন ৬.৫ হারে শতাংশ সুদ মিলবে বলে জানা যাচ্ছে।  (প্রতীকী ছবি)

 

Advertisement
Advertisement