Advertisement

ইউটিলিটি

Salary Cut: বাড়ি থেকে কাজ? ২৫% পর্যন্ত বেতন কাটা যাবে এই সংস্থার কর্মীদের!

Aajtak Bangla
  • 12 Aug 2021,
  • Updated 8:40 PM IST
  • 1/7

করোনা মহামারী, লকডাউন— সব মিলিয়ে গত দেড় বছরে বদলে দিয়েছে অনেক কিছু। বদলে গিয়েছে কাজের ধরন। ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর সঙ্গে পরিচিত হয়েছেন অসংখ্য চাকুরিজীবী।

  • 2/7

দেশের কোথাও চলছে লকডাউন, তো কোথাও আবার ধীরে ধীরে শিথিল হচ্ছে বিধি-নিষেধ। পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে কাজের নিয়ম আর পদ্ধতিতেও পরিবর্তন এনেছে দেশের একাধিক ছোট-বড় সংস্থা।

  • 3/7

অধিকাংশ সংস্থার কর্মীরাই এখন বাড়ি থেকে অফিসের কাজ (Work From Home) করছেন। কিন্তু করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই একটি আন্তর্জাতিক সংস্থার কর্মীদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে Work From Home সংক্রান্ত নয়া নিয়মে!

  • 4/7

ওই আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কোনও কর্মী যদি বাড়ি থেকে কাজ করার আবেদন জানান, সে ক্ষেত্রে তাঁর বেতন ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কেটে নেওয়া হবে!

  • 5/7

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, এই নিয়ম চালু হচ্ছে বিশ্বের টেক জায়ান্ট সংস্থা গুগলে (Google)। নয়া নির্দেশ অনুযায়ী, গুগলের কর্মীরা যদি অফিসের বদলে বাড়ি থেকে কাজ করার বিকল্প বেছে নেন, তাহলে তাঁদের বেতন কাটা হবে৷

  • 6/7

জানা গিয়েছে, গুগলের (Google) যে সকল কর্মী বড়াবড় বাড়ি থেকে কাজ (Work From Home) করার বিকল্প বেছে নেবেন, তাঁদের বেতন ১০ শতাংশ কেটে নেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থার৷ এর আগে ট্যুইটার ও ফেসবুকও একই নিয়মে তাঁদের কর্মীদের বেতন কাটা শুরু করেছে৷

  • 7/7

গুগলের (Google) পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থার প্যাকেজ সব সময় কর্মীদের বাসস্থানের দূরত্বের উপর নির্ভর করে বানানো হয়৷ যেমন, সংস্থার যে সকল কর্মী নিউইর্য়ক থেকে ১ ঘণ্টার ট্রেনের দূরত্বে থাকেন, তাঁরা যদি বাড়ি থেকে কাজ করার সিদ্ধান্ত নেন, তাহলে তিনি নিউইর্য়কে বসবাসকারী সহকর্মীর তুলনায় ১৫ শতাংশ কম বেতন পাবেন৷

Advertisement
Advertisement