Advertisement

ইউটিলিটি

বাজার থেকে ১,৫০০ কোটি টাকা তুলতে IPO আনতে চলেছে MobiKwik!

Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Mar 2021,
  • Updated 5:55 PM IST
  • 1/6

২০২১-এ পরপর IPO খোলার ফলে বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়ে পড়েছেন যে, কোনটিতে বিনিয়োগ করা উচিৎ আর কোনটায় টাকা না ঢাললেও চলবে! কোন IPO-তে বিনিয়োগ সবচেয়ে লাভজনক হতে পারে, তা নিয়ে সংশয় রয়েছে মানুষের মনে!

  • 2/6

IPO-Initial Public Offering এর সংক্ষিপ্ত রূপকে IPO বলা হয়। IPO-কে প্রাইমারি মার্কেটও বলা হয়। বিনিয়োগে ইচ্ছুক সাধারণ মানুষের থেকে টাকা তোলার আরেক নামই IPO। এবার বাজার থেকে ১,৫০০ কোটি টাকা তুলতে IPO আনতে চলেছে MobiKwik!

  • 3/6

এ বছরই সেপ্টেম্বরের মধ্যে বাজারে IPO আনতে চলেছে ভারতীয় ডিজিটাল ওয়ালেট এবং পেমেন্ট স্টার্টআপ সংস্থা MobiKwik! সেই জন্য আগামী মে মাসের মধ্যে তাদের IPO প্রসপেক্টাস-এর খসড়া জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থার।

  • 4/6

MobiKwik-এর মোট সম্পত্তি আনুমানিক ৭,৫০০ কোটি টাকার। তবে বাজারে শেয়ার ছাড়ার আগে MobiKwik-এর মোট সম্পত্তির পরিমাণ জানতে আরও একবার মূল্যায়ন করানো হতে পারে।

  • 5/6

মোবাইলের রিচার্জ থেকে শুরু করে বিদ্যুতের বিল দেওয়া— প্রায় সব রকম আর্থিক লেনদেনই এই ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম থেকে হয়। প্রতিদিন প্রায় ১০ লক্ষ আর্থিক লেনদেন হয় MobiKwik-এর প্ল্যাটফর্ম থেকে।

  • 6/6

প্রায় ৩০ লক্ষ ব্যবসায়ী MobiKwik ব্যবহার করেন এবং দেশজুড়ে প্রায় ১০.৭ কোটি ব্যবহারকারী এই ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের পরিষেবা নেন। MobiKwik-এ Sequoia Capital এবং Bajaj Finance লিমিটেডের বিনিয়োগ রয়েছে।

Advertisement
Advertisement