Advertisement

ইউটিলিটি

ডিসট্যান্স কোর্সে ভর্তির সময়সীমা বাড়াল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, জানুন সবিস্তারে

সুদীপ দে
  • 23 Dec 2020,
  • Updated 1:49 PM IST
  • 1/7

পেশাদারদের জন্য ডিসট্যান্স কোর্সে চাহিদা আগে থেকেই ছিল। চাকরি-বাকরির পাশাপাশি ডিসট্যান্স কোর্সে নিজেদের পড়াশুনা চালিয়ে যান অনেকেই। বর্তমানে বিগত এক বছর ধরে চলা করোনা মহামারির জেরে দেশজুড়েই ডিসট্যান্স এডুকেশনের জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে। ছবি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগৃহীত।

  • 2/7

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রায় এক লক্ষেরও বেশি পড়ুয়া ডিসট্যান্স এডুকেশনের মাধ্যমেই নিজেদের স্নাতক ও স্নাতকোত্তরের নানা ডিগ্রি অর্জন করেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডিসট্যান্স এডুকেশনের কোর্সগুলির ও তার পরিকাঠামোরও যথেষ্ট সুনাম রয়েছে। ছবি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগৃহীত।

  • 3/7

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডিসট্যান্স এডুকেশনে মোট ৭টি স্নাতকোত্তর কোর্স পড়ানো হয়। মোট ২ বছরে ৪টি সেমেস্টারে এই কোর্স সম্পূর্ণ করা হয়। এর মধ্যে এমএ-র (MA) ৬টি বিষয় হল বাংলা, ইংরেজি, নেপালি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ও দর্শন। ছবি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগৃহীত।

  • 4/7

এ ছাড়াও অঙ্কে এমএসসি(MSc) করা যায়। এর পাশাপাশি ৩ বছরে মোট ৬টি সেমেস্টার স্নাতক স্তরে বিএ (জেনারেল) এবং বিকম (জেনারেল) পড়ারও সুযোগও রয়েছে। ছবি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগৃহীত।

  • 5/7

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ২১ সেপ্টেম্বর থেকে স্নাতক এবং স্নাতকোত্তরে ২০২০-২১ শিক্ষাবর্ষের ডিসট্যান্স কোর্সে প্রথম সেমেস্টারে অনলাইনে ভর্তির জন্য আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে এই ডিসট্যান্স কোর্সে আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ ছিল ২৮ অক্টোবর পর্যন্ত যা এখন বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। ছবি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগৃহীত।

  • 6/7

এমএ (MA) আর এমএসসি-র (MSc) প্রথম সেমেস্টারের অ্যাডমিশন ফি ৭,৫০০ টাকা। তবে অনগ্রসর শ্রেণির (BPL বা AAY) ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কোর্স ফি ৪,৩০০ টাকা। ছবি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগৃহীত।

  • 7/7

স্নাতক স্তরে বিএ (জেনারেল) এবং বিকম (জেনারেল) প্রথম সেমেস্টারের অ্যাডমিশন ফি ৬,৫০০ টাকা। তবে অনগ্রসর শ্রেণির (BPL বা AAY) ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কোর্স ফি ৩,৯৫০ টাকা। অনলাইনে নেট ব্যাংকিং এবং ডেবিট কার্ডের মাধ্যমে অ্যাডমিশন ফি দেওয়া যাবে। ছবি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগৃহীত।

Advertisement
Advertisement