Advertisement

ইউটিলিটি

AC Water: AC-র জল ফেলে দেন নাকি? এই সব কাজে লাগাতে পারেন, ব্যাপক লাভ

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Apr 2025,
  • Updated 12:19 PM IST
  • 1/8

এসি (Air Conditioner) থেকে বেরনো জল মূলত সংবরণ (condensation) প্রক্রিয়ায় উৎপন্ন হয়। এই জল সাধারণত পরিষ্কার এবং হালকা হয়, কারণ এটি বাষ্প থেকে ঘনীভূত হয়ে তৈরি হয়। 
 

  • 2/8

এসি থেকে পাওয়া জল রাসায়নিক পদার্থবিহীন হওয়ায় তা গাছপালার জন্য নিরাপদ। বিশেষ করে ইনডোর প্ল্যান্ট ও বাগানের জন্য এটি ভাল।
 

  • 3/8

এই জল ব্যবহার করে গাড়ি ধোওয়া যায়, কারণ এতে মিনারেল বা লবণের পরিমাণ খুবই কম, ফলে দাগ পড়ার সম্ভাবনা কম।
 

  • 4/8

বাড়িতে জলের সাশ্রয়ের জন্য এই জল সংরক্ষণ করে টয়লেট ফ্লাশিংয়ের কাজে ব্যবহার করা যায়।
 

  • 5/8

মেঝে পরিষ্কার বা ঘর মোছার সময় এই জল ব্যবহার করলে তা সাধারণ জল বিকল্প হিসেবে কাজ করে এবং ভাল ফল দেয়।
 

  • 6/8

এই জল নরম হওয়ায় কুলার বা হিউমিডিফায়ারে দিলে মিনারেল জমে না, ফলে যন্ত্রের আয়ু বাড়ে।
 

  • 7/8

স্টিম আয়রনে সাধারণ পানি ব্যবহার করলে মিনারেল জমে যায়। এসির জল এই সমস্যার সমাধান দেয়।

  • 8/8

এই জল দিয়ে সহজেই স্প্রে বোতলে ভরে পাতায় জল স্প্রে করা যায়। এতে পাতা সতেজ থাকে। যদিও এসি থেকে আসা জল দেখতে পরিষ্কার, তা পানযোগ্য নয়। কারণ এসির ভেতরে ধুলা, জীবাণু বা ছাঁচ থাকতে পারে। তাই, শুধুমাত্র বাইরের কাজ বা পরোক্ষ কাজে ব্যবহারে এটি উপযোগী।

Advertisement
Advertisement