Advertisement

ইউটিলিটি

Hilsa Price in Kolkata: ভরা বর্ষায় ইলিশের চাহিদা তুঙ্গে, জোগানের অভাবে প্রায় ৩০% বাড়ল মাছের দাম

Aajtak Bangla
  • 14 Aug 2023,
  • Updated 12:03 PM IST
  • 1/8

Hilsa Price in Kolkata: ভরা বর্ষায় ইলিশের জোগানে খরা চলছে। প্রায় দিন কুড়ি ধরে টাটকা মাছ ঢুকছে না বাজারে। তার উপর গত শনিবার ইস্টবেঙ্গলের ডার্বি জয়ে ইলিশের চাহিদা এখন তুঙ্গে!

  • 2/8

ভিন রাজ্যের বরফ-চাপা ইলিশ চড়া দামে কিনলেও তার স্বাদে মন ভরছে না ভোজনরসিকদের। ওড়িশা-গুজরাতের থেকে আমদানি করা অপেক্ষাকৃত ‘দামি’ ইলিশ দিয়েই বাজারের চাহিদা মেটাচ্ছেন মাছ ব্যবসায়ীরা।

  • 3/8

খারাপ আবহাওয়া, নিম্নচাপ আর বিপরীতমুখী স্রোতের কারণে প্রায় দিন কুড়ি ধরে জেলে-মাঝিরা মাছ ধরতে যেতে পারছেন না। ফলে স্বাভাবিক কারণেই জোগানে ব্যাপক টান পড়েছে স্থানীয় টাটকা ইলিশের।

  • 4/8

জোগানের অভাবে মাছের দাম হু হু করে বাড়ছে। হাওড়া-কলকাতার পাইকারি মাছ সরবরাহকারী আদিত মজুমদার জানান, তিন সপ্তাহ ধরে মাছ ধরা প্রায় বন্ধ। টাটকা মাছের আকালে ইতিমধ্যেই প্রায় ৩০ শতাংশ দাম বেড়েছে ইলিশের।

  • 5/8

মোটামুটি ৫০০ গ্রাম ওজনের ইলিশ যেখানে দুই সপ্তাহ আগেও ৬০০-৬৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, এখন তার দাম বেড়ে ৭৫০-৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

  • 6/8

মোটামুটি ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৯০০-১,০০০ টাকা কেজি দরে। এছাড়া, ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশের দর এখন ১,৫০০-১,৮০০ টাকা। আর এক কেজির বেশি ওজনের মাছের দর শুরু হচ্ছে ২,০০০-২,২০০ টাকা থেকে।

  • 7/8

মাছের গুণমান আর ওজনের ভিত্তিতে ইলিশের দামের হের ফের হচ্ছে কলকাতার বিভিন্ন বাজারে। মানিকতলা, পাতিপুকুর, বালিগঞ্জ বাজারে চেয়ে লেক মার্কেট, ড়িয়াহাট, কসবা বাজারে মাছের দর বেশ কিছুটা চড়া।

  • 8/8

হিমঘরের মাছ আর গুজরাত-ওড়িশা থেকে আমদানি করা ইলিশের ওজন সাড়ে সাতশো-আটশো গ্রামের কম নয়। এই সব মাছের দামও ৯০০-১,০০০ টাকা কেজি বা তারও বেশি। তবে এই সব ইলিশের আকার-আকৃতি চোখে পড়ার মতো হলেও এর স্বাদ তেমন ভাল নয়।

Advertisement
Advertisement