Advertisement

ইউটিলিটি

১৩০ কোটি জনসংখ্যার দেশে আয়কর দেন মাত্র ১.৬ শতাংশ ভারতীয়!

সুদীপ দে
  • 30 Dec 2020,
  • Updated 5:08 PM IST
  • 1/7

বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় ১৩০ কোটি। খাতায় কলমে বছরে ১ কোটি টাকার ওপর আয় করেন, এমন মানুষের সংখ্যা এ দেশে প্রায় ২২০০! কিন্তু তা সত্ত্বেও আয়কর জমা দেন না এ দেশের প্রায় ৯৯ শতাংশ মানুষ।

  • 2/7

হিসাব অনুযায়ী, দেশের ১৩০ কোটি জনসংখ্যার মধ্যে ৩ লক্ষ মানুষ বছরে ৫০ লক্ষ টাকার বেশি আয় দেখান এবং তার যথাযথ কর দিয়ে থাকেন।

  • 3/7

আয়কর দফতরের হিসাব অনুযায়ী, বছরে ১ কোটি টাকার বেশি আয় রয়েছে বলে আইটি ফাইল এবং কর দিয়েছেন মাত্র ২,২০০ জন পেশাদার। অথচ, ২০১৮-’১৯-এ আয়কর দফতরই জানিয়েছিল, দেশের ৯৭,৬৮৯ জন তাঁদের বার্ষিক আয় ১ কোটি টাকার বেশি দেখিয়েছিলেন।

  • 4/7

সোমবার পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, মোট ৪ কোটি ৩৭ লক্ষ আয়কর রিটার্ন জমা পড়েছে। আয়কর জমা (ITR) দেওয়ার ডেডলাইন ৩১ ডিসেম্বর। ডেডলাইন যত এগিয়ে আসছে ততই বাড়ছে দৈনিক আয়কর জমা (ITR) দেওয়ার সংখ্যা।

  • 5/7

কেন্দ্রীয় সরকার করের আদায় বাড়ানোর চেষ্টা করছে। এই জন্য, আয়কর জমা (ITR) দেওয়ার প্রক্রিয়া ক্রমাগত সরলীকরণ করা হচ্ছে। এখন ঘরে বসে অনলাইনে সহজেই আয়করের ফাইল জমা দেওয়া যায়।

  • 6/7

আয়কর বিভাগ আইটিআর ফাইল করার জন্য শেষ তারিখের জন্য অপেক্ষা না করার জন্য নিয়মিত সতর্ক করে চলেছে। আয়কর দফতরের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশের মাত্র ১.৬ শতাংশ মানুষ আয়কর প্রদান করেন।

  • 7/7

দেশের মাত্র ১৭ শতাংশ মানুষের বার্ষিক আয় ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা। একই সঙ্গে, দেশের মাত্র ৭ শতাংশ নাগরিক বার্ষিক ১০ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা উপার্জন করেন।

Advertisement
Advertisement