Advertisement

ইউটিলিটি

Digital আর্থিক লেনদেনে চিন, আমেরিকাকে পিছনে ফেলে বিশ্বের শীর্ষে ভারত!

সুদীপ দে
  • কলকাতা,
  • 05 Apr 2021,
  • Updated 4:19 PM IST
  • 1/9

বিগত বেশ কয়েক বছর ধরেই Digital আর্থিক লেনদেনের উপর জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নোটবন্দির (Demonetisation) সময় থেকেই দেশে একটু একটু করে বেড়েছে Digital আর্থিক লেনদেন।

  • 2/9

২০১৬ সালের ওই নোট বাতিলের (Demonetisation) সিদ্ধান্তে দেশে Digital আর্থিক লেনদেন যে কতটা বৃদ্ধি পেয়েছে, তার প্রমাণ মিলল সাম্প্রতিক একটি সমীক্ষার রিপোর্টে।

  • 3/9

ব্রিটেনের ACI Worldwide-এর সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে বিশ্বের সবচেয়ে বেশি Digital আর্থিক লেনদেন হয়েছে ভারতে। এই হিসাবে ভারত Digital লেনদেনে চিন, আমেরিকাকে হারিয়ে বিশ্বের শীর্ষস্থান দখল করেছে।

  • 4/9

ACI Worldwide-এর সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, গত বছরে মোট ২৫.৫ বিলিয়ন (আড়াই হাজার কোটি) রিয়েল-টাইম লেনদেন হয়েছে ভারতে।

  • 5/9

ACI Worldwide-এর সমীক্ষার তথ্য অনুযায়ী, রিয়েল-টাইম Digital লেনদেনের নিরিখে ভারতের পরেই রয়েছে চিন। ২০২০ সালে চিনে মোট ১৫.৭ (প্রায় দেড় হাজার কোটি) বিলিয়ন রিয়েল-টাইম লেনদেন হয়েছে।

  • 6/9

ACI Worldwide-এর সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, এই তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া এবং তাইল্যান্ডের নাম। এই দুই দেশে গত বছর মোট রিয়েল-টাইম Digital লেনদেনের পরিমাণ যথাক্রমে ৬ বিলিয়ন এবং ৫.২ বিলিয়ন।

  • 7/9

ACI Worldwide-এর সমীক্ষার তথ্য অনুযায়ী, এই তালিকার পঞ্চম স্থানে রয়েছে ব্রিটেন। ২০২০ সালে ব্রিটেনে মোট ২.৮ বিলিয়ন রিয়েল-টাইম Digital লেনদেন হয়েছে। তালিকার ৯ নম্বরে রয়েছে আমেরিকার নাম। ওই বছর সে দেশের মোট রিয়েল-টাইম Digital লেনদেনের পরিমাণ ১.২ বিলিয়ন।

  • 8/9

ACI Worldwide-এর সমীক্ষায় রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে বিশ্ব জুড়ে রিয়েল-টাইম Digital লেনদেনের পরিমাণ অন্তত ৩৭ শতাংশ বৃদ্ধি পেতে পারে।

  • 9/9

ভারতে UPI ভিত্তিক Digital লেনদেনের পরিমাণ বেশ চমকে দেওযার মতো! ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র প্রকাশিত তথ্য অনুযায়ী, এ দেশে মার্চে প্রায় ৪.২৫ লক্ষ কোটি টাকার UPI ভিত্তিক Digital লেনদেন হয়েছে।

Advertisement
Advertisement