Advertisement

ইউটিলিটি

Fuel Price Hike: মোদী জামানায় লিটারে ৭১ থেকে ১০০ টাকা ছাড়াল পোট্রোলের দাম! বেড়েছে করের পরিমাণও

সুদীপ দে
  • 07 Jul 2021,
  • Updated 11:36 AM IST
  • 1/10

বুধবার দাম বৃদ্ধির পর নতুন ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে পেট্রোল-ডিজেলের দর! বিগত দু’মাসে প্রতি লিটারে প্রায় সাড়ে ৮ টাকা বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম! গতকাল অপরিবর্তিত থাকার পর আজ ফের বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম।

  • 2/10

মে আর জুন মাস মিলিয়ে মোট ৩২ বার বেড়েছিল তেলের দাম। জুলাই মাসেও ঊর্ধ্বমুখী তেলের দাম। ভোট পরবর্তিকালে মোট ৩৬ বার বেড়েছে পেট্রোল-ডিজেলের দর!

  • 3/10

ভোপাল, জয়পুর, মোহালি, পটনা, মুম্বই, চেন্নাই-সহ দেশের একাধিক শহরে আগেই ১০০ টাকা ছাড়িয়েছিল পেট্রোলের দাম, বুধবার দাম বৃদ্ধির পর দিল্লি, কলকাতাতেও পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকালো।

  • 4/10

পরিসংখ্যান খতিয়ে দেখলে দেখা যাচ্ছে, মোদী জামানায় পেট্রোলের দাম লিটারে প্রায় ৩০ টাকা বেড়ে গিয়েছে। একই সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে পেট্রোল-ডিজেলের উপর কেন্দ্রীয় করের পরিমাণ।

  • 5/10

২৬ মে, ২০১৪-এ দেশের চতুর্দশ প্রধানমন্ত্রী (Fourteenth Prime Minister) হিসাবে প্রথম শপথ নেন নরেন্দ্র মোদী। সে সময় দিল্লিতে পেট্রোলের দাম সাড়ে ৭১ টাকার আসেপাসে ঘোরাফেরা করছে। কলকাতায় তখন পেট্রোলের দাম ৭৯ টাকা।

  • 6/10

এর পর ২০১৫ সাল থেকে দাম কমতে শুরু করে পেট্রোলের। ফেব্রুয়ারি, ২০১৫-এ দেশের রাজধানীতে সাড়ে ৫৬ টাকায় নেমে আসে পেট্রোলের দাম। কলকাতায় তখন ৬৪ টাকা ৬০ পয়সায় বিকোচ্ছে পেট্রোল। মোদী জামানায় এটাই ছিল পেট্রোলের সর্বনিম্ন দর।

  • 7/10

মোদী সরকার ২০১৪ সালে যখন প্রথম ক্ষমতায় আসে, তখন পেট্রোলে উৎপাদন শুল্ক ছিল প্রতি লিটারে ৯ টাকা ৪৮ পয়সা আর ডিজেলের ক্ষেত্রে উৎপাদন শুল্ক ছিল ৩ টাকা ৫৬ পয়সা। এখন ওই শুল্ক বেড়ে হয়েছে পেট্রলে ৩২ টাকা ৯০ পয়সা এবং ডিজেলে ৩১ টাকা ৮০ পয়সা।

  • 8/10

২০১৪-র জুন থেকে নানা উত্থান-পতন পেরিয়ে আজ (৭ জুলাই, ২০২১) দিল্লি, কলকাতাতে ১০০ টাকা পেরলো পেট্রোলের দাম। বিগত ৭ বছরে পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের দরও যার প্রভাব সরাসরি পড়েছে নিত্যপ্রয়োজনীয় শাক-সবজি, ভোজ্যতেল, আনাজ-সহ প্রায় সমস্ত জিনিসপত্রের উপর।

  • 9/10

এ কথা অজানা নেই যে, পেট্রোল, ডিজেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রধান কারণ হল সরকারের চাপানো কর ও শুল্ক। সাধারণ মানুষকে পেট্রোল পাম্প থেকে যে দামে পেট্রোল, ডিজেল কিনতে হয় তার মধ্যে প্রায় ৬০ শতাংশ থেকে ৭০ শতাংশই হল কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকারি শুল্ক-কর!

  • 10/10

বর্তমানের পেট্রোপণ্যের মূল্য অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলে ৩২ টাকা ৯০ পয়সা ও ডিজেলে ৩১ টাকা ৮০ পয়সা কর এবং সেস নিচ্ছে কেন্দ্র সরকার। এর মধ্যে রাজ্য সরকারেও ভাগ রয়েছে। তেলের উপর ধার্য কর এবং সেস-এর মধ্যে রাজ্য সরকার প্রতি লিটার পেট্রোলে পাচ্ছে ১৮ টাকা ৪৬ পয়সা আর ডিজেলে লিটার পিছু পাচ্ছে ১২ টাকা ৫৭ পয়সা। সব মিলিয়ে নাভিশ্বাস উঠছে দেশের আম জনতার।

Advertisement
Advertisement