Advertisement

ইউটিলিটি

Pension Scheme: নিয়মিত মাত্র ১ টাকা ৮০ পয়সা জমিয়ে পেনশন পান ৩৬,০০০ টাকা!

Aajtak Bangla
  • 01 Sep 2021,
  • Updated 7:23 PM IST
  • 1/10

দেশের প্রায় ৪২ কোটি অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত শ্রমিকদের স্বার্থে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে চালু করা হয়েছে Pradhan Mantri Shram Yogi ManDhan Yojana।  

  • 2/10

কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের মধ্যে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক-কর্মচারীদের ভবিষ্যৎ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে চায়। এটি হল সেগুলির মধ্যে সেরা প্রকল্প। চলুন এই প্রকল্প সম্পর্কে খুঁটিনাটি নানা জরুরি তথ্য জেনে নেওয়া যাক...

  • 3/10

অসংগঠিত ক্ষেত্রে কর্মরত যে সকল শ্রমিক-কর্মচারীদের মাসিক বেতন ১৫ হাজার টাকা বা তারও কম, তাঁরাই Pradhan Mantri Shram Yogi ManDhan Yojana প্রকল্পের সুবিধা নিতে পারবেন।

  • 4/10

অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত ১৮ বছর থেকে ৪০ বছর বয়সী শ্রমিক-কর্মচারী Pradhan Mantri Shram Yogi ManDhan Yojana প্রকল্পের সুবিধা নিতে পারবেন।

  • 5/10

অসংগঠিত ক্ষেত্রে কর্মরত যে সকল শ্রমিক-কর্মচারীদের মধ্যে যাঁরা এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন (ESIC) বা নিউ পেনশন স্কিম (NPS)-এর মতো প্রকল্পের সুবিধা পান, তাঁরা Pradhan Mantri Shram Yogi ManDhan Yojana প্রকল্পের সুবিধা নিতে পারবেন না।

  • 6/10

এই Pradhan Mantri Shram Yogi ManDhan Yojana প্রকল্পে প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) মতোই যে পরিমাণ টাকা গ্রাহক জমা করেন, সেই সমান অঙ্কের টাকা কেন্দ্রের তরফেও জমা পড়ে ওই অ্যাকাউন্টে।

  • 7/10

অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক-কর্মচারীর বয়স ৬০ বছর পেরলে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ন্যূনতম ৩,০০০ টাকা নিশ্চিত পেনশন পাবেন। প্রতিদিন মাত্র ১ টাকা ৮০ পয়সা বিনিয়োগেই এই সুবিধা পাওয়া যাবে।

  • 8/10

পেনশন চলাকালীন কোনও গ্রাহকের মৃত্যু হলে তাঁর স্ত্রী বা স্বামী বা নমিনি ৫০ শতাংশ হারে পারিবারিক পেনশন পাবেন।

  • 9/10

যোগ্য গ্রাহকরা নিকটবর্তী যে কোনও জীবন বিমা নিগমের (LIC) শাখা অফিসে, ESIC বা EPFO দফতরে গিয়ে এই প্রকল্প ও তারা নানা সুযোগ-সুবিধা সম্পর্কে বিশদ তথ্য জানতে পারেন, নাম নথিভুক্ত করতে পারেন।

  • 10/10

এই Pradhan Mantri Shram Yogi ManDhan Yojana প্রকল্পে নাম নথিভুক্ত করার পদ্ধতি খুবই সহজ। এ জন্য গ্রাহকের একটি নির্দিষ্ট মোবাইল নম্বর, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার নম্বর থাকলেই চলবে।

Advertisement
Advertisement