সাঁইত্রিশ বছর পরিষেবা দেওয়ার পর অবসর কলকাতা মেট্রোর ঐতিহ্যবাহী নন এসি রেকের (Kolkata Metro Non AC Rakes)। তবে, দর্শকদের দেখার জন্য একটি রেক রাখা থাকবে নোয়াপাড়া কারশেডে। সেখানেই গড়ে তোলা হবে মিউজিয়ামও। যেখানে কলকাতা মেট্রোর ইতিহাস নিয়ে থাকবে একটি তথ্যচিত্র। ১
১৯৮৪ সালের চব্বিশে অক্টোবর দেশে প্রথমবার ধর্মতলা থেকে ভবানীপুর তথা বর্তমান নেতাজি ভবন পর্যন্ত চালু হয়েছিল মেট্রো। নন এসি রেকেই শুরু হয়েছিল যাত্রা।
আর তারপরে দীর্ঘ পথ পেরিয়ে এবার সাইত্রিশে পা রেখেছে কলকাতা মেট্রো (Kolkata Metro Rail)। চালু হয়েছে কবি সুভাষ থেকে দমদম, নোয়াপাড়া-দক্ষিণেশ্বর লাইনও।
রবিবার মহানায়ক উত্তম কুমার স্টেশনে কলকাতা মেট্রোর জন্মদিনে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হল নন এসি রেকগুলিকে। ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ জোশী জানান, ৯টি রেক নিয়ে মেট্রোর যাত্রা শুরু হয়েছিল। পরে আরও ৯টি, মোট আঠেরোটি রেক আনা হয়।
সেই রেক দিয়েই পরিষেবা চলছিল। সাধারণত নন এসি রেকগুলির কার্যকালের মেয়াদ হয় ২৫ বছর। সেই মোতাবেক ২০০৯ থেকে ১২-র মধ্যে ওই নন এসি রেকগুলিকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
কিন্তু মেট্রোর সম্প্রসারণ এবং বাড়তি ভিড়ের কথা মাথায় রেখে সেই সময় নন এসি রেকগুলিকে বসানো হয়নি। তবে, এবার পাকাপাকি ভাবে অবসরে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেগুলিকে। মেট্রো সূত্রে খবর, একটি রেক নোয়াপাড়া কারশেডের মিউজিয়ামে রাখা থাকলেও, বাকিগুলি লাইন ইন্সপেকশন সহ অন্যান্য কাজে ব্যবহার করা হবে।