Advertisement

ইউটিলিটি

রং-রুট: কলকাতার ট্রাম ও তার বিভিন্ন রুটের ‘কালার কোড’

সুদীপ দে
  • 28 Jan 2021,
  • Updated 2:59 PM IST
  • 1/8

কলকাতায় ট্রামের ইতিহাস প্রায় দেড়শো বছরের। এই শহরের পরিবহণ ঐতিহ্যের অন্যতম হল এই ট্রাম। শহরের এই ঐতিহ্যের যানকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করতে ট্রামে বাতানুকুল কোচ, ওয়াই-ফাইয়ের সুবিধা-সহ একাধিক পরিবর্তন আনা হয়েছে।

  • 2/8

কলকাতার মানচিত্রের মোটামুটি ৫৭ কিলোমিটার দীর্ঘ পথ জুড়ে ট্রামের লাইন পাতা রয়েছে। ট্রামের বিভিন্ন রুট চিহ্নিত করতে কলকাতায় এ বার বিশেষ ‘কালার কোড’ চালু হচ্ছে। ইউরোপের একাধিক দেশের ট্রাম রুটের ক্ষেত্রে এই ব্যবস্থা চালু রয়েছে।

  • 3/8

ট্রামের বিভিন্ন রুট ও তার বিশেষ ‘কালার কোড’ অ্যাপের মাধ্যমে শহরবাসীকে চিনিয়ে দেওয়া হবে। রাজ্য পরিবহণ নিগমের আধিকারিকদের দাবি, নতুন এই ব্যবস্থা চালু হলে যাত্রীরা সহজেই রঙের সাহায্যে ট্রামের আলাদা আলাদা রুট চিনে নিতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক ট্রামের কোন রুটের জন্য কোন ‘কালার কোড’ চালু হচ্ছে...

  • 4/8

পিঙ্ক লাইন: টালিগঞ্জ থেকে বালিগঞ্জ রুটকে ‘পিঙ্ক লাইন’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। টলি ক্লাব, ভবানী সিনেমা, লেক মার্কেট, দেশপ্রিয় পার্ক, হিন্দুস্থান পার্ক, গড়িয়াহাট হয়ে চলবে এই রুটের ট্রাম।

  • 5/8

ইয়েলো লাইন: গড়িয়াহাট থেকে এসপ্লানেড রুটটিকে ‘ইয়েলো লাইন’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। কোয়েস্ট মল, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং, রিপন স্ট্রিট, নোনাপুকুর, রফি আহমেদ কিদওয়াই রোড, চাঁদনি চক হয়ে ওই রুটে ছুটবে ট্রাম।

  • 6/8

রেড লাইন: এসপ্লানেড থেকে কলেজ স্ট্রিট বইপাড়ার ট্রাম রুটকে ‘রেড লাইন’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। ভায়োলেট লাইন: পুরনো কলকাতার অলিগলি হয়ে বিধাননগর পর্যন্ত যাওয়া রুটের একটি অংশকে ‘ভায়োলেট লাইন’ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

  • 7/8

গ্রিন লাইন: হাওড়া ব্রিজ থেকে শ্যামবাজার পর্যন্ত ট্রামের রুটকে ‘গ্রিন লাইন’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। চিৎপুর হয়ে চলা ‘গ্রিন লাইন’-এর একটি অংশ বিধাননগর পর্যন্ত যাওয়া ‘ভায়োলেট লাইন’ আর একটি অংশ কলেজ স্ট্রিট বইপাড়া হয়ে চলা ‘রেড লাইন’-এর মধ্যে পড়ছে।

  • 8/8

ব্লু লাইন: এসপ্লানেড থেকে ময়দান হয়ে খিদিরপুর পর্যন্ত ট্রামের রুট, যা আগে ৩৬ নম্বর রুট হিসেবে পরিচিত ছিল সেটিকে ‘ব্লু লাইন’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। তবে এই রুট এখনও চালু করা হয়নি।

Advertisement
Advertisement