Advertisement

ইউটিলিটি

Coconut Price Hike: একমাসে ডাবের দামও দ্বিগুণ বেড়ে গেল, কত চলছে?

সুদীপ দে
  • 06 May 2022,
  • Updated 1:22 PM IST
  • 1/8

গত মাস দুয়েকে প্রায় সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রেরই দাম বেড়েছে। দিন পনেরোর মধ্যে পাইকারি ও খুচরো বাজারদর প্রায় ১৫-২০ শতাংশ বেড়ে গিয়েছে। প্যাচপ্যাচে গরমে লেবুর সরবত, ডাবের জল খেতে গেলেও তেষ্টা মিটছে না।

  • 2/8

লেবু, ডাবের দামের ঝাঁঝে গলা জ্বলছে মধ্যবিত্তদের। কারণ, গরম বাড়তেই বেড়েছে পাতিলেবুর দাম। এখন চারটের দামে একটা পাতিলেবু কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। এক মাসে প্রায় দ্বিগুণ হয়েছে ডাবের দামও।

  • 3/8

ফেব্রুয়ারি, মার্চেও যে ডাব ২৫-৩০ টাকা পিস হিসাবে বিক্রি হয়েছে, তা এখন ৪৫-৬০ টাকায় কিনতে হচ্ছে। বাজারে ৩৫-৪০ টাকাতেও ডাব বিক্রি হচ্ছে, তবে সেগুলো খোলা ছাড়ানো নারকেলের মতোই ছোট। ফলে, দাম দিয়েও তেষ্টা মিটছে না।

  • 4/8

গরম বাড়তেই পাইকারি ডাবের আড়ত থেকে হাজারে হাজারে ডাব বিহার সহ ভিনরাজ্যের চাহিদা মেটাতে রফতানি করা হয়। এতে কিছুটা বেশি দামও পাওয়া যায়।

  • 5/8

তবে বিক্রেতাদের দাবি, এবার চাহিদা অনুযায়ী জোগান না থাকায় দাম বাড়ছে। এ বছর ডাবের পাইকারি দর ২০-২২ টাকা পিস থেকে বেড়ে ২৬-২৮ টাকা হয়েছে।

  • 6/8

বাড়ন্ত পাইকারি দরের প্রভাব পড়েছে ডাবের খুচরো বিক্রির দামেও। কিছুদিন আগেও এক একটা ডাব খুচরো বিক্রি হচ্ছিল ৩০-৩৫ টাকায়, এখন যার দাম ৪০-৪৫ টাকায় ঠেকেছে।

  • 7/8

এ বছর ডাবের জোন কম কেন? নন্দকুমারের এক পাইকারি ডাব বিক্রেতা জানান, এ বছর ডাবের ফলনও বেশ কিছুটা কম হয়েছে। নারকেল গাছে ছত্রাকের হানায় ফলন সে ভাবে হয়নি। ফলে জোগানে টান পড়ছে।

  • 8/8

বেলঘড়িয়ার এক বিক্রেতা জানান, ডাবের ফল, জোগান ছাড়াও গাড়ি করে ডাব আনার খরচ এবার অনেকটাই বেড়েছে। গত বছরের তুলনায় এ বছর পেট্রোল ডিজেলের দাম লিটারে প্রায় ১০-১২ টাকা বেশি। ফলে ডাবের জোগানে পরিবহণ ব্যায় বেড়েছে, দামও বেড়েছে।

Advertisement
Advertisement