যে কোনও বিনিয়োগের আগে খেয়াল রাখতে হবে, নিজের আর্থিক ক্ষমতা ঠিক কতটা। নিজের আর্থিক ক্ষমতা বুঝে যে কোনও খাতে বিনিয়োগের পরিকল্পনা করতে হবে।
আয়ের সঙ্গে সমতা রেখে যে কোনও বিনিয়োগ পরিকল্পনা করা উচিত। যে কোনও খাতে বিনিয়োগের আগে পরিকল্পনা করে নিতে হবে, ঠিক কতটা লগ্নি করার ঝুঁকি নিওয়া যেতে পারে।
একটি আকর্ষণীয় বড় প্রকল্প বা শেয়ারে বিনিয়োগের পরিবর্তে একাধিক ছোট এবং সুনিশ্চিত প্রকল্পে টাকা বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ। এতে লোকসানের ঝুঁকি অনেকটাই কমে যায়।
সম্প্রতি একটি মিড-ক্যাপ বহুজাতিক গ্যাস সংস্থার শেয়ারে ব্যাপক রিটার্ন মিলছে। মাত্র ২ মাসেই দ্বিগুণ রিটার্ন মিলেছে Linde India-র শেয়ার থেকে। ফলে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ থেকে বম্বে স্টক এক্সচেঞ্জ— সর্বোত্রই শেয়ার কারবারীদের নজর কেড়েছে Linde India।
গত ২৭ জানুয়ারি যে সংস্থার শেয়ারের দর ছিল ৮৯৯ টাকা প্রায় ১০০ শতাংশ বৃদ্ধি পেয়ে গত ১ এপ্রিল তা দাঁড়ায় ১,৮১৩ টাকা। এখনও ঊর্ধ্বমুখী রয়েছে Linde India-র শেয়ার দর।
ভারতে শিল্পে ব্যবহৃত গ্যাসের উৎপাদক সংস্থাগুলির অন্যতম হল এই Linde India। শিল্পে ব্যবহৃত গ্যাসের মোট বাজার আয়তন প্রায় ২০ হাজার কোটি টাকার যার একটা বড় অংশ রয়েছে Linde India-র দখলে।
বাজার বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে ধাতু, উৎপাদন শিল্প এবং স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে এই গ্যাসের চাহিদা আরও বাড়বে। ফলে বাড়বে Linde India-র শেয়ার দরও। এই সংস্থার শেয়ার দর ২,০০০ টাকার গণ্ডীও পেরিয়ে যেতে পারে বলে ভবিষ্যৎবাণী করছেন অনেকেই।
ভারতে বাণিজ্যিক গ্যাসের বাজার প্রবল সম্ভাবনাময়! বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, এই পরিস্থিতিতে Praxair India-র সঙ্গে ব্যবসা সংযুক্তিকরণের পদক্ষেপ Linde India-র ধারাবাহিক লাভ এবং বৃদ্ধির পথ প্রশস্ত করেছে।
বিশেষজ্ঞদের অনুমান, Praxair India-র সঙ্গে ব্যবসা সংযুক্তিকরণের ফলে আগামী অন্তত পাঁচ বছর Linde India-র ধারাবাহিক লাভ এবং বৃদ্ধি মোটামুটি সুনিশ্চিত! তাই এই সংস্থার শেয়ারে বিনিয়োগেও বেশ ভাল রিটার্ন মিলতে পারে।