করোনার ভাইরাসজনিত মহামারির প্রেক্ষিতে সরকার গাড়ির নথি যেমন ড্রাইভিং লাইসেন্স (ডিএল), রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আরসি) এবং পারমিটের বৈধতা ৩০ জুন ২০২১ পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্র।
Motor Vehicles আইন, ১৯৮৮ এবং কেন্দ্রীয় Motor Vehicles বিধি সম্পর্কিত নথিগুলির বৈধতা কয়েকবার বাড়ানো হয়েছে। মন্ত্রক রাজ্যগুলিকে বলেছে যে, পরামর্শ দেওয়া হচ্ছে যে ১ ফেব্রুয়ারি থেকে মেয়াদ শেষ হওয়া নথিগুলির বৈধতা ৩০ জুন, ২০২১ সালের মধ্যে বৈধ হিসাবে বিবেচনা করা যেতে পারে।
বিগত এক বছরের বেশি সময় ধরে চলা করোনা মহামারির জেরে বদলে গিয়েছে অনেক কিছুই। বেড়েছে ডিজিটাল লেনদেন, ডিজিটাল কেনাকাটা। ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে দেশের বিভিন্ন ক্ষেত্রেই একাধিক পরিবর্তন এসেছে।
এবার ড্রাইভিং লাইসেন্সের আবেদনের ক্ষেত্রেও নিয়ম কিছুটা বদলাতে চলেছে। ড্রাইভিং লাইসেন্স পেতে হলে এখন বেশ কিছু নিয়ম মানতে হবে। বলা ভাল এই নিয়মে আগের তুলনায় বেশ কড়াকড়ির পথেই হেঁটেছে কেন্দ্র।
সম্প্রতি ড্রাইভিং লাইসেন্স আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম বলবৎ করেছে কেন্দ্র সরকার। ড্রাইভিং লাইসেন্সের জন্য কেন্দ্র অনলাইনে আবেদনের পাশাপাশি প্রতিটি রাজ্যে আরটিও-র সংখ্যাও বাড়িয়েছে।
ড্রাইভিং লাইসেন্স পেতে আবেদনকারীকে অন্তত ৬৯ শতাংশ নম্বর পেতে হবে। তবেই তিনি পরের স্তরের পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করতে পারবেন।
পরীক্ষায় বসার আগে পরীক্ষার্থীকে একটি ভিডিয়ো দেখানো হবে, যেখানে পরীক্ষার সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য থাকবে।
পরীক্ষায় বসার আগে পরীক্ষার্থীকে এলইডি মনিটরে পরীক্ষার সংক্রান্ত নানা বিষয়ে ডেমো দেওয়া হবে আবেদনকারীকে।
সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, করোনা সংক্রমণের জন্য ড্রাইভিং লাইসেন্স-সহ বিভিন্ন বিষয়ের প্রমাণপত্র ৩০ জুন ২০২১-এর মধ্যে জমা দিতে হবে। এই সংক্রান্ত আরও তথ্যের জন্য parivahan.gov.in-এ ক্লিক করতে পারেন।