Advertisement

ইউটিলিটি

সাইবার ক্রাইম থেকে বাঁচতে সতর্কবার্তা SBI-র, জারি ৫ দফা গাইডলাইন

Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Nov 2022,
  • Updated 7:32 PM IST
  • 1/6

ইনস্ট্যান্ট লোন অ্যাপের বিষয়ে নিরাপত্তা সংক্রান্ত গাইডলাইন জারি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India)। 

  • 2/6

এক্ষেত্রে গ্রাহকদের সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা এবং আর্থিক সংস্থা হিসেবে পরিচয় দেওয়া প্রতিষ্ঠানকে ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

  • 3/6

ব্যঙ্কের তরফে জারি করা সেফটি টিপস
১. ডাউনলোড করার আগে অ্যাপের সত্যতা যাচাই করুন।
২. সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না।
৩. আপনার ডেটা চুরি করতে পারে এমন অননুমোদিত অ্যাপ ব্যবহার এড়িয়ে চলুন।
৪. ডেট চুরি হওয়া থেকে সুরক্ষিত করতে অ্যাপের পারমিশন সেটিংস চেক করুন।
৫. স্থানীয় পুলিশের কাছে সন্দেহজনকভাবে টাকা ধার দেওয়া অ্যাপগুলির সম্পর্কে রিপোর্ট করুন৷
 

  • 4/6

এছাড়া গ্রাহকদের সাইবার ক্রাইম সংক্রান্ত বিষয়ে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে জানাতে বলা হয়েছে। এর আগেও, SBI অনলাইন অ্যাকাউন্টগুলির সুরক্ষার জন্য একটি অতিরিক্ত স্তর যুক্ত করে প্রতারকদের থেকে ব্যবহারকারীদের রক্ষা করার উপায়গুলি নির্দেশ করেছিল।

  • 5/6

পাশাপাশি একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে মাল্টি লেয়ার প্রোটেকশানের বিষয়েও বলা হয়েছিল। 

 

আরও পড়ুন - SHOCKING! মিলনে লিপ্ত যুগলকে ফেভিক্যুইক, গোপনাঙ্গে কুপিয়ে খুন তান্ত্রিকের

  • 6/6

মাল্টি লেয়ার প্রোটেকশান 
১. বায়োমেট্রিক্স, যার মধ্যে রয়েছে ফেস লক এবং ফিঙ্গারপ্রিন্ট
২.  ইমেল ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP)
৩.  SMS OTP
৪. নিরাপত্তা প্রশ্ন
 

Advertisement
Advertisement