Advertisement

ইউটিলিটি

Shakuntala Railways: স্বাধীনতার ৭ দশক পেরিয়ে এখনও ব্রিটিশ মালিকানাধীন ভারতের এই রেলপথ!

সুদীপ দে
  • কলকাতা,
  • 01 Apr 2021,
  • Updated 4:39 PM IST
  • 1/9

১৮৪৪ সালে ভারতের তৎকালীন গভর্নর-জেনারেল লর্ড হার্ডিঞ্জ ভারতে রেলপথ স্থাপন করার অনুমতি দেন। ভারতে রেল ব্যবস্থা চালু হয় তার ৯ বছর পরে, ১৮৫৩ সালে। ১৯৪৭ সালে স্বাধীনতার সময়, দেশে বিয়াল্লিশটি রেল ব্যবস্থা বিদ্যমান ছিল।

  • 2/9

ভারতীয় রেল বর্তমানে বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম রেল পরিবহণ ব্যবস্থাগুলির অন্যতম। প্রতিদিন প্রায় ১ কোটি ৮০ লক্ষ যাত্রী এবং প্রায় ২০ লক্ষ টন পণ্য ভারতীয় রেলপথের মাধ্যমে চলাচল করে।

  • 3/9

বর্তমানে ৬,৯০৯টি স্টেশন ভারতীয় রেল ব্যবস্থার অন্তর্গত। ভারতের রেলপথের মোট দৈর্ঘ্য ৬৩,৩২৭ কিলোমিটারেরও বেশি। এ হেন সমৃদ্ধ রেল ব্যবস্থার পাশাপাশি এমন একটি রেলপথ রয়েছে, এমন একটি ট্রেন রয়েছে যেটি স্বাধীনতার সাত দশক পরেও ব্রিটিশ মালিকানাধীন!

  • 4/9

প্রায় ১০০ বছর ধরে ভারতের বুকে আজও মন্থর গতিতে এগিয়ে চলেছে দেশের একমাত্র বেসরকারি রেলওয়েটি৷ প্রায় শতাব্দী প্রাচীন এই রেলওয়েটির নাম শকুন্তলা রেলওয়ে (Shakuntala Railways)৷

  • 5/9

১৯২৩ সালে তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতে এই রেল চলাচল শুরু হয় কিলিক নিক্সন অ্যান্ড কোম্পানির (Killick-Nixon) হাত ধরে৷ এই রেল চালু করার উদ্দেশ্য ছিল ভারত থেকে তুলো রফতানি করে ইংল্যান্ডে নিয়ে যাওয়া৷

  • 6/9

মহারাষ্ট্রের যাভতমাল থেকে ন্যারো গেজ লাইন (মাত্র আড়াই ফুট চওড়া রেল লাইন) ধরে তুলো বোঝাই করে ট্রেন পৌঁছাত তৎকালীন বোম্বাইয়ে৷ বোম্বাই থেকে ওই তুলো জাহাজে করে পাড়ি দিত ম্যাঞ্চেস্টারের উদ্দেশে৷


—প্রতীকী ছবি।

  • 7/9

চালু হওয়ার পর ৭১ বছর ধরে স্টিম ইঞ্জিনে চলার পরে ১৫ এপ্রিল, ১৯৯৪ সাল থেকে প্রথমবার এই ট্রেন চলে ডিজেল ইঞ্জিনে৷ ট্রেনের গতিবেগ ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার৷ ট্রেনের ভাড়া ২৫ টাকা। এখনও মোট ১৯০ কিলোমিটার পাড়ি দেয় এই ট্রেন।


—প্রতীকী ছবি।

  • 8/9

অমরাবতী ডিভিশনের অধীনে চলা এই শকুন্তলা রেলওয়ের কর্মী সাকুল্যে ৭ জন৷ শকুন্তলা রেলওয়ের সিগনাল সামলানো, টিকিট কাটা থেকে মাল ওঠানামা সবটাই সামাল দিতে হয় এই ৭ জন কর্মীকেই৷



—প্রতীকী ছবি।

  • 9/9

এই রেলওয়ের একটি গুদামঘর রয়েছে বটে, তবে তাতে আগাছার জঙ্গল হয়ে গিয়েছে। পরিকাঠামো আধুনিকিকরণের খরচ অনেক। তাই ধুঁকতে ধুঁকতেও ইতিহাস বয়ে নিয়ে চলেছে শকুন্তলা রেলওয়ে।

Advertisement
Advertisement