Advertisement

ইউটিলিটি

আপনার Fixed Deposit থেকেও কাটা যেতে পারে TDS! জানুন সঞ্চয় বাঁচানোর উপায়

সুদীপ দে
  • কলকাতা,
  • 06 Apr 2021,
  • Updated 4:22 PM IST
  • 1/9

দেশের মোট জনসংখ্যার একটা বড় অংশ সুরক্ষিত ও সুনিশ্চিত আয়ের উৎস হিসাবে Fixed Deposit বা স্থায়ী আমানতের উপর ভরসা রাখেন।

  • 2/9

সমস্ত ব্যাঙ্কেই ১ বছরের তুলনায় ৫ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার কম। সেভিংস অ্যাকাউন্টের তুলনায় Fixed Deposit-এ ব্যাঙ্ক ও নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সংস্থাগুলি (NBFC) বেশি সুদ দেয়।

  • 3/9

করোনা অতিমারির ধাক্কায় দেশের অধিকাংশ মানুষের সঞ্চয় যখন তলানিতে এসে ঠেকেছে, তখন Fixed Deposit বা স্থায়ী আমানতেও TDS কাটা গেলে কিছুটা হলেও টান পড়ে সঞ্চয়ে।

  • 4/9

Fixed Deposit বা স্থায়ী আমানতে প্রাপ্ত সুদও করের আওতাধীন। স্থায়ী আমানতে প্রাপ্ত সুদেও TDS কাটা হয়। তবে, এ ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে।

  • 5/9

ষাটোর্ধ্ব থেকে ৮০ বছর বয়সী প্রবীণ নাগরিকদের মধ্যে যাঁদের বার্ষিক আয় ৩ লাখ টাকার মধ্যে, তাঁদের স্থায়ী আমানতে কোনও TDS কাটা হয় না।

  • 6/9

এ ছাড়া, বিনিয়োগকারীর বার্ষিক আয় ২.৫ লাখ টাকার কম, সে ক্ষেত্রে তাঁদের Fixed Deposit বা স্থায়ী আমানতে প্রাপ্ত সুদে TDS কাটা হয় না।

  • 7/9

আশি বছরের উর্ধ্বে যাঁদের বয়স, তাঁরা তাঁদের বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনও TDS কাটা হয় না। তবে এর জন্য দু’ধরনের ফর্ম রয়েছে। ষাটের কম বয়সীদের জন্য 15G ফর্ম আর ষাটোর্ধ্বদের জন্য 15H ফর্ম।

  • 8/9

এমনিতেই আয়কর আইনের 194A ধারা অনুযায়ী, প্রবীণ নাগরিককে ব্যাংক, ডাকঘর বা সমবায় ব্যাংক থেকে পাওয়া ৫০,০০০ টাকা পর্যন্ত সুদের অঙ্কে কোনও TDS কাটা হয় না।

  • 9/9

অর্থবর্ষের শুরুতেই এই দুই ফর্ম জমা দিতে হবে। ২০২১-’২২ অর্থবর্ষে TDS কাটার হাত থেকে মুক্তি পেতে এখনই 15G অথবা 15H ফর্ম নিজের ব্যাঙ্কে জমা দিন।

Advertisement
Advertisement